১৩ জুন, ২০১৮ ১৪:০৫

বিশ্বকাপের আগে সমালোচনার মুখে ওজিল-গুন্ডোয়ান

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের আগে সমালোচনার মুখে ওজিল-গুন্ডোয়ান

তুরস্কের সঙ্গে জার্মানির সম্পর্ক সম্প্রতি একেবারেই ভালো নয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে দুই জার্মান ফুটবলার মেসুত ওজিল ও ইলখাইন গুন্ডোয়ানের ছবি তোলাকে কেন্দ্র করে এখন বিতর্ক ভালোমতোই ছড়িয়েছে। তবে যেভাবে জার্মানির জনগণ এখন গুন্ডোয়ানকে নিয়ে সমালোচনা শুরু করেছেন। তা প্রভাবিত করতে পারে জার্মান বিশ্বকাপের দল নির্বাচনে। এমনই মত দিয়েছেন প্রাক্তন তারকা বিয়েরহফ।

ওজিল ও গুন্ডোয়ান- দু'জনেরই শহর জার্মানির গেলেসেনকারখেনে। দু'জনেরই বাবা-মা তুরস্কের। গত মে মাসে তারা তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে লন্ডনে ছবি তোলেন। 

রাশিয়ায় জার্মান ফুটবল দল

 

জার্মানির বিশ্বকাপ দল ঘোষণার এক দিন আগে সে ছবি সোশ্যাল মিডিয়ায় চলে আসে। এবং তার পরপরই জার্মানি যথাক্রমে অস্ট্রিয়া ও সৌদি আরবের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলে। এই দুটি ম্যাচের সময়ই ওজিল ও গুন্ডোয়ানকে খেলানো নিয়ে জার্মানিতে বিতর্কের ঝড় উঠেছিল।

বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৮/আরাফাত

সর্বশেষ খবর