১৫ জুন, ২০১৮ ২০:৪৮

সালাহ না থাকায়...

অনলাইন ডেস্ক

সালাহ না থাকায়...

উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছে মিশর। তবে তারকা সমৃদ্ধি র‌্যাঙ্কিংয়ের ১৪তম দলকে ৮৮ মিনিট পর্যন্ত গোলবঞ্চিত রাখা ৪৫তম দলের পক্ষে সেটাও কিন্তু কম কীর্তির নয়। তাও আবার দলের সেরা তারকা মোহাম্মদ সালাহ ছাড়া।

উরুগুয়ের লুইস সুয়ারেজ অবশ্য একাধিক সহজ সুযোগ নষ্ট করেছেন, তা না হলে গোলের সংখ্যা আরও বাড়তে পারতো। তবে নিজেদের রক্ষণ সামলে মিশরের মারওয়ান মোহসেন, ত্রিজেগুয়েতরা যে একেবারে খারাপ খেলেছেন তা বলা যাবে না।পাল্টা আক্রমণে বার বার বল নিয়ে ডিবক্সে ঢুকে পড়লে গোলমুখ খুলতে পারেননি কেউ। এক্ষেত্রে মোহাম্মদ সালাহ থাকলে অন্য কিছু হতো পারতো বলে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারণ একজন ফিনিশারের কারণে বার বার ডি-বক্সে বল নিয়ে হোঁচট খেয়েছে মিশর। 

বল দখলও বলছে সেই কথা। পুরো ম্যাচে যেখানে ৫৩ ভাগ বলের দখল রেখেছিল উরুগুয়ে, সেখানে ৪৭ ভাগ বলের দখল রাখতে সক্ষম হয় মিশরীয়রা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগের ওই গোলে সেই হিসাব-নিকাশ সব পাল্টে দিয়েছে। তারপরও সময়ের অন্যতম সেরা তারকা ছাড়া মিশর যেমন খেলেছে তাতে সালাহ থাকলে যে ফল পরিবর্তন হতো না সেটা বলা দুষ্কর।

বিডি-প্রতদিন/১৫ জুন, ২০১৮/মাহবুব

সর্বশেষ খবর