২১ জুন, ২০১৮ ০১:০৮

কস্তার গোলে এগিয়ে গেল স্পেন

অনলাইন ডেস্ক

কস্তার গোলে এগিয়ে গেল স্পেন

সংগৃহীত ছবি

ইরান-স্পেন ম্যাচে দিয়েগো কস্তার গোলে অবশেষে পারসিক দেয়াল ভাঙতে পেরেছে স্পেন। ম্যাচের ৫৪ মিনিটের এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইনিয়েস্তারা। তবে ৬২ মিনিটে স্পেনের জালে বল পাঠায় ইরান। কিন্তু ভিএআর প্রযুক্তির কল্যাণে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।

এর আগে বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধে দাপট দেখিয়েছে স্পেন। শতকরা ৮২ ভাগ বলই তারা নিজেদের পায়ে রেখেছে। কিন্তু বিধি বাম! প্রত্যাশিত গোলের দেখা পায়নি ২০১০ এর বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে নির্ভার খেলতে আক্রমণের পসরা সাজিয়ে ইরান সীমানায় বারবার আঘাত হানলেও গোলশূন্য থাকতে হয়েছে স্পেনকে। পারেনি ইরানও। শতকরা ১৮ ভাগ বল নিজেদের দখলে রাখলেও দলটির গোলের ক্ষুধা ছিল চোখে পড়ারমতো।

কিন্তু স্প্যানিয়ার্ডদের অভেদ্য দেয়ালে তাদের প্রতিটি চেষ্টাই প্রতিহত হয়েছে। ফলে প্রথমার্ধ শেষে দু'দলকেই গোলশূন্য সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

স্পেন একাদশ

ডেভিড ডি গিয়া, কারভাজাল, লুকাস ভাসকুয়েটস, সার্জিও রামোস, জেরার্ড পিকে, জর্দি আলবা, সার্জিও বুসকুয়েটস, আন্দ্রে ইনিয়েস্তা, ডেভিড সিলভা, ইসকো ও দগলাস কস্তা।

ইরানের একাদশ:
আলিরেজা বাইরানবন্দ, হাজি সাফি, মোর্তেজা পৌরালিগানজি, রুজবেহ চেশমি, মাসুদ শোজায়ি, কারিম আনসারিফার্দ, এহসান হাজসাফি, ওমিদ ইব্রাহিমি, বাহিদ আমিরি, সারদার আজমুন, আলিরেজা জাহানবক্স।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

সর্বশেষ খবর