২২ জুন, ২০১৮ ১৯:৫৪

ব্রাজিলের কষ্টার্জিত জয়

অনলাইন ডেস্ক

ব্রাজিলের কষ্টার্জিত জয়

সংগৃহীত ছবি

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ব্রাজিল। অতিরিক্ত সময়ে কোস্টারিকার জালে ২ বার বল জড়ান তিতের শীর্ষ্যরা। ব্রাজিলের পক্ষে প্রথম গোল করেন কৌতিনহো। আর ব্যবধান দ্বিগুন করেন নেইমার। রাশিয়া বিশ্বকাপে এদিন নেইমার পেলেন প্রথম গোলের স্বাদ। আর কৌতিনহো পাশে জমা হল ২ গোল। 

আক্রমণাত্মক ফুটবল খেলেও নির্ধারিত ৯০ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ ব্রাজিল৷ ইনজুরি টাইমে ফিলিপ কুটিনহো পরিত্রাতা হয়ে না দাঁড়ালে বিশ্বকাপ থেকে বিদায়ের সম্ভাবনা প্রকট হয়ে উঠত ব্রাজিলের৷। এরপর অতিরিক্ত সময়ে আসল রূপে দেখা দিলেন নেইমাররা। ৯১ মিনিটে কৌতিনহো আর ৯৭ মিনিটে নেইমারের গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নিলো ব্রাজিল।

এদিন দানিলো চোট পাওয়ায় ব্রাজিলের প্রথম একাদশে বদল অবসম্ভাব্য ছিল৷ রাইট ব্যাকে তাঁর পরিবর্তে ফ্যাগনারকে মাঠে নামান তিতে৷ নেইমার ফিট হয়ে ওঠায়, তাকে রিজার্ভ বেঞ্চে রাখার প্রয়োজন মনে করেননি ব্রাজিলিয়ান কোচ৷ কোস্টারিকাও সার্বিয়া ম্যাচের প্রথম একাদশে একটি বদল করে৷ কালভোর জায়গা ওভেইদো মাঠে নামেন৷

বিশ্বকাপের শুরুটা মোটেও মনে রাখার মতো হয়নি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের৷ সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র দিয়ে রাশিয়ায় অভিযান শুরু করেছে সাম্বা বাহিনী৷ কোস্টারিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটা তাই মহা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল ব্রাজিলের কাছে৷ আগাগোড়া আধিপত্য রেখে লড়াই চালালেও সমর্থকদের খুশি হওয়ার মতো ফুটবল উপহার দিতে ব্যর্থ নেইমাররা৷


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর