২৩ জুন, ২০১৮ ১১:৩৯

রোমারিওকে টপকে গেলেন নেইমার

অনলাইন ডেস্ক

রোমারিওকে টপকে গেলেন নেইমার

রোমারিওকে টপকে গেলেন নেইমার। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন তিন নম্বরে রয়েছেন নেইমার। রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকার বিরুদ্ধে দেশের হয়ে ৫৬ গোল তম গোল করলেন নেইমার। সেই সঙ্গে তিনি টপকালেন ১৯৯৪ বিশ্বকাপের নায়ক রোমারিওকে। 

ব্রাজিলের হয়ে রোমারিও  ৭৭ ম্যাচে করেছেন ৫৫ গোল। নেইমারের আগে রয়েছেন রোনালদো (‌৬২ গোল)‌। সবার আগে পেলে। ব্রাজিলের হয়ে যার গোল ৭৭। তবে নেইমার যে গতিতে এগিয়ে যাচ্ছেন তাতে হয়ত খুব শীঘ্রই রোনালদো ও পেলেকে টপকে যাবেন তিনি। 

তবে আন্তর্জাতিক ম্যাচে গোলসংখ্যার তালিকায় নেইমার আছেন ৩৩ নম্বরে। শীর্ষে ইরানের আলি দায়ি। যিনি করেছেন ১০৯ গোল। দ্বিতীয় স্থানে আছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি এখনও অবধি করেছেন ৮৫ গোল। তিনে আছেন হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস। যার গোল ৮৪টি। 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর