২৩ জুন, ২০১৮ ১৩:৩৫

পাখির জীবন বাঁচিয়ে সোশ্যাল মিডিয়ায় পিকে-ইস্কো বন্দনা (ভিডিও)

অনলাইন ডেস্ক

পাখির জীবন বাঁচিয়ে সোশ্যাল মিডিয়ায় পিকে-ইস্কো বন্দনা (ভিডিও)

সংগৃহীত ছবি

মানবিকতা বোধহয় একেই বলে। বিশ্বকাপ খেলা চলছে। আচমকা মাঠের মধ্যে ঢুকে পড়ল একটি পাখি। দুই ফুটবলার খেলা ছেড়ে ব্যস্ত হয়ে পড়লেন সেই পাখিটিকে রক্ষা করতে। 

স্পেন-ইরান ম্যাচে দেখা গেল এই দৃশ্য। প্রথমার্ধে আচমকাই মাঠে ঢুকে পড়ে একটি পাখি। কোন এক ফুটবলারের বুটের আঘাতে ছোট্ট পাখিটি জখম হয়। স্পেন ডিফেন্ডার জেরার্ড পিকে পাখিটিকে সযত্নে তুলে সাইডলাইনের ধারে রেখে আসেন। কিন্তু হতভম্ব পাখিটি আবার মাঠের মধ্যে ঢুকে পড়ে। তখন আবার স্পেন দলের মিডফিল্ডার ইস্কো পাখিটিকে তুলে মাঠের বাইরে রেখে আসেন। দু’‌দুবার পাখিটির প্রাণ বাঁচান স্পেনের দুই ফুটবলার। 

সেদিন দেশের হয়ে ১০০ তম ম্যাচ খেলতে নেমেছিলেন পিকে। পারফরম্যান্সের থেকেও তাঁর মানবিকতা মুগ্ধ করেছে দর্শককে। সোশ্যাল মিডিয়ায় তো রীতিমতো হিরোর মর্যাদা পাচ্ছেন পিকে এবং ইস্কো। 

একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‌পিকে এবং ইস্কো একটি ছোট্ট পাখির জীবন রক্ষা করল। ফুটবল মাঠে এরকম সুন্দর ঘটনা আগে ঘটেনি।’‌ 

আর একজন বলেছেন, ‘‌পিকে পাখিটিকে তুলে মাঠের বাইরে রেখে এল।’‌ অপর একজনের কথায়, ‘‌জেরার্ড পিকে একটি পাখিকে সাহায্য করল।’‌ 

অপর একজন বলেছেন, ‘‌পিকে পাখিটিকে তুলে নিয়ে সাইডলাইনের ধারে রেখে গেল। পাখিটি উড়ে আবার মাঠে চলে এল।’‌ 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর