২৩ জুন, ২০১৮ ১৫:০৪

আলোচনার কেন্দ্রে শাকিরির সেই বুটজোড়া

অনলাইন ডেস্ক

আলোচনার কেন্দ্রে শাকিরির সেই বুটজোড়া

সেই বুটজোড়া

সার্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে সুইজারল্যান্ড। এই জয়ের ফলে নকআউট পর্বের পথে এগিয়ে গেলো সুইজারল্যান্ড। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুইস উইঙ্গার জেরদান শাকিরি। তবে 

শুক্রবারের ম্যাচ জয়ের পর ফলাফল নয়, আলোচনায় উঠে এসেছে সেই ম্যাচে শাকিরির ব্যবহৃত বুট। কারণ এই ম্যাচে শাকিরি যে বুটজোড়া ব্যবহার করেছিলেন তাতে বাম পায়েরটিতে ছিলো সুইজার‌ল্যান্ডের পতাকা, আর ডান পায়েরটিতে কসোভোর। যা নিয়ে আলোচনার এখন তুঙ্গে।

১৯৯৮-৯৯ সালে কসোভোর আলবেনীয় বিদ্রোহীদের বিরুদ্ধে সার্ব বাহিনীর যুদ্ধ শেষ হয়। সেই যুদ্ধে সার্বিয়ার বিরুদ্ধে সমরাভিযান চালায় ন্যাটো। এতে কসোভো থেকে পিছু হটতে বাধ্য হয় দেশটি। এর এক দশক পর ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে সার্বিয়া থেকে পৃথক হয় কসোভো। এরপর থেকেই সার্বিয়া-কসোভো সম্পর্ক দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ। এ অবস্থায় শাকিরির ওই বুটজোড়া ব্যবহার করা থেকে বিরত থাকাই ছিলো শ্রেয়, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। 

উল্লেখ্য, গঞ্জিলানের কসোভান শহরে জন্ম নেন শাকিরি। ১৯৯২ সালে বলকান যুদ্ধের মাঝামাঝি সময়ে তার বাবাও জন্মস্থান ছেড়ে সুইজারল্যান্ডে বসবাস শুরু করেন।

 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর