২৫ জুন, ২০১৮ ২২:৪৪

ব্রাজিল শিবিরে ইনজুরির হানা, ছিটকে গেলেন কস্তা

অনলাইন ডেস্ক

ব্রাজিল শিবিরে ইনজুরির হানা, ছিটকে গেলেন কস্তা

সার্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে উইঙ্গার দগলাস কস্তা পাচ্ছে না ব্রাজিল। হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে রাশিয়া বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি! গ্রুপ পর্বের শেষ ম্যাচের একদিন আগে (সোমবার) বড় দুঃসংবাদ পেল দলটি। 

ডান পায়ের উরুর মাংসপেশির ইনজুরিতে ভুগছেন ডগলাস কস্তা। তাকে সুস্থ করে তুলতে চেষ্টার কোন ত্রুটি রাখতে চাইছে না ব্রাজিল। সোচিতে অবস্থিত ব্রাজিল দলের টিম হোটেল কস্তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন দলের দুই চিকিৎসক।

চিকিৎসক রদ্রিগো লাসমার সংবাদমাধ্যমকে বলেছেন, 'কস্তার চোটের যে অবস্থা, তাতে তাকে ২-৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।' ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকা মানে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে বাকি ম্যাচগুলো আর খেলতে পারবেন না তিনি। বিশ্বকাপ ফাইনাল হতে আর ২০ দিন বাকি, ব্রাজিল যদি কোনোভাবে ফাইনালেও ওঠে, এর মধ্যে কস্তার সুস্থ হয়ে ফেরা অসম্ভব।

সর্বশেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের মূল একাদশে ছিলেন না কস্তা। তবে দ্বিতীয়ার্ধে উইলিয়ানের বদলি হিসেবে নেমে দুটি গোলে অবদান রাখেন তিনি। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর