২৬ জুন, ২০১৮ ০১:৫৩

মেসির পর পেনাল্টি মিস রোনালদোর

অনলাইন ডেস্ক

মেসির পর পেনাল্টি মিস রোনালদোর

সংগৃহীত ছবি

গ্রুপ পর্বে আইসল্যান্ডের বিরুদ্ধে ড্র করে আর্জেন্টিনা। সেই ম্যাচে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। মেসির পর আরেক ফুটবল মহাতারকা মিস করলেন পেনাল্টি। তিনি আর কেউ নন, পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

ম্যাচের ৫০ মিনিটে ইরানের ডি বক্সে ফাউলের শিকার হন রোনালদো। প্রথমে পেনাল্টির বাঁশি বাজাতে বিলম্ব করলেও ভিএআর রিপ্লে দেখে পেনাল্টির ঘোষণা দেন রেফারী। পেনাল্টি শট নিতে আসেন রোনালদো। 

কিন্তু বামদিকে লাফিয়ে ঠেকিয়ে ইরানের নায়ক বনে যান গোলরক্ষক আলিরেজা বাইরানবন্দ। রাশিয়া বিশ্বকাপে পেনাল্টি মিস করা পঞ্চম খেলোয়াড় রোনালদো। এর আগে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি পেনাল্টি মিসের রেকর্ড আছে।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর