২৬ জুন, ২০১৮ ০৬:৩৩

বিশ্বকাপে প্রাণের হুমকি পেলেন সুইডেনের তারকা ফুটবলার

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে প্রাণের হুমকি পেলেন সুইডেনের তারকা ফুটবলার

জার্মানি-সুইডেন ম্যাচে বর্ণবিদ্বেষের ঘটনা৷ রাশিয়ার রণক্ষেত্রে বর্ণবিদ্বেষের অভিযোগ তুলেছেন সুইডেনের এক ফুটবলার৷

চলতি বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে অতিরিক্ত সময়ে নিজেদের বক্সের বাইরে ফাউল করেন সুইডেনের ফুটবলার জিমি ডারম্যাজ৷ সেই ফাউলের সুবাদেই ৯৫ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন টনি ক্রুশ৷ শেষ মুহূর্তে ক্রুশের ঐ গোলেই নির্ণায়ক হয়ে দাঁড়ায়৷ ফাইনাল বাঁশি বাজার আগে সুইডেন গোল হজম করে ১-২ ম্যাচ হারে৷


সেই ফাউলের জন্য জিমির কাছে প্রাণহানির হুমকি আসতে শুরু করেছে৷ ম্যাচের পর পরবর্তী প্র্যাকটিসের সময় সেই প্রাণহানির হুমকির কথা সতীর্থদের জানিয়েছেন জিমি৷ প্রস্তুতির মাঝে মোবাইল বার করে জিমি প্রাণহানির সেই হুমকিপত্রটি সতীর্থদের পড়ে শোনান৷ সেই হুমকিপত্রে তাকে রিফিউজি বলে গালাগাল করা হয়েছে৷ 

শুধু তাই নয়, সুইসাইড বম্বার দিয়ে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে সুইডিস ফুটবল অ্যাসোসিয়েশন৷ সেদেশের ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমাদের ফুটবলারদের এমন প্রাণের হুমকি আমরা মেনে নেব না৷ যথাযত ব্যবস্থা নেওয়া হবে৷’

ডারম্যাজের জন্ম সুইডেনে হলেও তার বাবা-মা একসময় তুরস্ক থেকে সিরিয়ায় অভিবাসী হিসেবে ছিলেন৷ সেই প্রসঙ্গ তুলে ফুটবলারের পরিবার সম্পর্কেও কুৎসিত মন্তব্য করা হয়েছে৷ ফুটবলারকে মন্তব্য করে অজ্ঞাত সেই ব্যক্তি  লিখেছে, ‘আপনি সুইডেনে থাকার যোগ্য নন, নিজের আসল ভূমিতে ফিরে যান৷’

সুইডিস ফুটবলার অবশ্য এমন কটূক্তিতে কোনও মন্তব্য করেননি৷ আন্তর্জাতিক পর্যায় ফুটবল খেলার সময় এই ধরণের সমালোচনা আসতেই পারে বলে মনে করে, পুরো বিষয়টি ধুলো ঝাড়ার মতো ঝেড়ে ফেলেছেন৷


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর