২৬ জুন, ২০১৮ ১৩:২৬

ব্রাজিলকে হারিয়েই দ্বিতীয় রাউন্ডে যেতে চায় সার্বিয়া

অনলাইন ডেস্ক

ব্রাজিলকে হারিয়েই দ্বিতীয় রাউন্ডে যেতে চায় সার্বিয়া

ফাইল ছবি

রাশিয়া শ্বিকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে সর্বত্র। মাঠের লড়াইয়ের সাথে চলছে পয়েন্ট টেবিলের লড়াইও। তারই জের ধরে সার্বিয়ার সহকারী কোচ মিলান রাস্তাবাক বললেন, পাঁচবারের চ্যাম্পিয়নদের হারিয়েই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিবে সার্বিয়া।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা জানি ব্রাজিল শক্তিশালী দল। তাদের নিয়ে ইতিমধ্যে সব ধরনের বিশ্লেষণও করেছি আমরা। নকআউট পর্বে যেতে হলে এ ম্যাচে আমাদের জয়ের বিকল্প কিছুই নেই। এটা একটা আলাদা ম্যাচ হবে।

এ ম্যাচে জয় পাওয়াটা আমাদের জন্য অনেকটাই কঠিন। দলের সকল সদস্যও এ ম্যাচের গুরুত্ব সম্পর্কে সচেতন রয়েছে। তবে সবকিছু ভুলে ম্যাচটি জিততে চাই আমরা।

এবারের বিশ্বকাপে ‘ই’ গ্রুপ থেকে দুই ম্যাচে দুই হারে সবার আগে বিদায় নিয়েছে কোস্টারিকা। 

তবে গ্রুপের অন্য তিন দলের রয়েছে শেষ ষোলতে যাওয়ার সুযোগ। এই গ্রুপে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ব্রাজিল ও সুইজারল্যান্ডের পয়েন্ট সমান ৪। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ড। আর এক জয় ও এক হারে তিন নম্বরে সার্বিয়া।

বিডি প্রতিদিন/ ২৬ জুন ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর