২৭ জুন, ২০১৮ ০১:০৩

মেসির গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

মেসির গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে ড্র। দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে বিদ্ধস্ত হয় আর্জেন্টিনা। প্রথম আর্জেন্টিনার বিপক্ষে এক পয়েন্টই নাইজেরিয়াকে এনে দিতে পারবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার টিকিট। কিন্তু আর্জেন্টিনার সামনে জয় ছাড়া অন্য কোন বিকল্প নেই। এমকি ড্র করলেও বিদায় নিতে হবে এবারের বিশ্বকাপ থেকে। 

এমন সমীকরণ মাথায় রেখে বাঁচা-মরার ম্যাচে নাইজেরিয়া বিপক্ষে মাঠে নেমেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর মাঠে নেমেই ম্যাচের শুরুতে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ১৪ মিনিটের মাথায় দলের পক্ষে আর রাশিয়া বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন মেসি। 

মাঝমাঠ থেকে বানেগার অসাধারণ ক্রস থেকে বুক দিয়ে বল ঠেকিয়ে ডান পায়ের জোড়ালো শটে গোলরক্ষকের ডান দিক দিয়ে ডান কর্নারে নাইজেরিয়ার জালে বল জড়ান লিওনেল আন্দ্রেস মেসি। বিশ্বকাপে ৬৬২ মিনিটের গোলখরা কাটালেন মেসি।

প্রথমার্ধে আর কোন গোলের সুযোগ না পেলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। 

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর