২৭ জুন, ২০১৮ ০২:৫৯

ম্যারাডোনার সেই কথাটি ঠিক হল না

অনলাইন ডেস্ক

ম্যারাডোনার সেই কথাটি ঠিক হল না

সংগৃহীত ছবি

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনা একটি ম্যাচেও জিততে পারবে না বলে মন্তব্য করেছিলেন দিয়াগো ম্যারাডোনা। শুধু তাই নয়, প্রথম রাউন্ডেই আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নেবে বলে জানিয়েছিলেন আর্জেন্টিনাকে ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতানো এই তারকা ফুটবলার।

তার দিয়াগো ম্যারাডোনার সেই মন্তব্যকে ভুল প্রমাণ করলেন লিওনেল মেসির আর্জেন্টিনা। যদিও প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ড্র আর ক্রোয়েশিয়ার বিপক্ষে পরাজয়ের পর ম্যারাডোনার সেই আশঙ্কাই সত্য হবার সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করে মেসিরা।  

উল্লেখ্য, আবুধাবির একটি সংবাদ মাধ্যমকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যারাডোনা বলেন, আমার মনে হয় প্রথম রাউন্ডেই আর্জেন্টিনা বিদায় নেবে। প্রতিপক্ষ হিসেবে নাইজেরিয়া, আইসল্যান্ড এবং ক্রোয়েশিয়া অনেক কঠিন হবে। আর্জেন্টিনার এই দলটির কোনো কৌশলই নেই, কোনো পরিকল্পনা নেই। আমার মনে হচ্ছে আমরা সম্মান হারানোর ঝুঁকি নিচ্ছি।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর