২৭ জুন, ২০১৮ ১৭:০৮

'আনলাকি ১৩'র গেরো খুলতে পারবে কি ব্রাজিল?

অনলাইন ডেস্ক

'আনলাকি ১৩'র গেরো খুলতে পারবে কি ব্রাজিল?

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে রাতে মাঠে নামবে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে অনুষ্ঠিতব্য এই ম্যাচে হার এড়ালেই চলবে নেইমারদের। অর্থাৎ ড্র করলেও নকআউট পর্বে চলে যাবে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরিসংখ্যান বলছে, ব্রাজিল আগের টানা ১৩ ম্যাচে কোনো ম্যাচই হারেনি। নেইমারদের পারফরম্যান্স নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা ১৩ নম্বরের গেরো থেকে বের হয়ে আসতে পারবে কিনা সেটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে।

গুগলে সার্চ দিলেই বের হয়ে আসছে ১৩ একটি 'আনলাকি' নম্বর। এ কারণে নাকি ডিনার পার্টি ১৩ জন যাওয়া ঠিক না। একই কারণে অনেক ভবনে ১৩তম ফ্লোর রাখা হয় না। এ জন্য অনেকে বিয়ে কিংবা বাড়ি বানানোর জন্য ১৩ তারিখ এড়িয়ে চলেন। তবে এই কুসংস্কারের পক্ষ সমর্থনে কোনো পরিসংখ্যানগত কোনো প্রমাণ নেই।

তারপরও রাশিয়া বিশ্বকাপ যেভাবে অঘটনের মধ্য দিয়ে শুরু হয়েছিল সেই প্রেক্ষাপটে ব্রাজিলের নম্বর ১৩ সংখ্যাটা সামনে চলে আসছে। এখন দেখার বিষয় আজ সার্বিয়াকে হারিয়ে ব্রাজিল সেই গেরো খুলতে পারে কিনা। আর সেটা হলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়বে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিডি-প্রতিদিন/২৭ জুন, ২০১৮/মাহবুব

সর্বশেষ খবর