২৮ জুন, ২০১৮ ০৪:১৮

গোলকিপার পরিবর্তনের পরিকল্পনায় স্পেন

অনলাইন ডেস্ক

গোলকিপার পরিবর্তনের পরিকল্পনায় স্পেন

বিশ্বের অন্যতম সেরা গোলকিপার ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড ডি গিয়া। তবে রাশিয়া বিশ্বকাপে স্পেনের জার্সিতে মোটেই আলে ছড়াতে পারেনি তিনি। তারই জের ধরে তিনি বাদ পড়তে পারেন বিশ্বকাপের নকআউট থেকে৷

‘বি’ গ্রুপে স্পেনের তিনটি ম্যাচে মোট পাঁচটি গোল হজম করতে হয়েছে  ডি গিয়াকে৷ পর্তুগালের বিরুদ্ধে প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বিতীয় গোলটি যে তার ভুলের ফসল, সে বিষয়ে সংশন নেই ডি গিয়ার মনেও৷ ম্যাচটি শেষমেশ ৩-৩ গোলে ড্র হয়৷ ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটা আক্রমণ প্রতিহত করলেও মরক্কোর বিরুদ্ধে জোড়া গোল খাওয়া ঠিক মতো হজম করতে পারেননি স্পেনের নবনিযুক্ত কোচ হিয়েরো৷

মরক্কোর দু’টি গোলের পিছনে ডি গিয়ার তেমন একটা ভুল না থাকলেও স্প্যানিশ কোচ চাইছেন আয়োজক রাশিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ম্যাচে স্পেনের গোলপোস্টে অন্য কেউ। ডি গিয়ার পরিবর্তে এক্ষেত্রে হিয়েরোর পছন্দ অ্যাথলেটিক বিলবাওয়ের কেপা অ্যারিজাবালাগা৷

১ জুলাই লুজনিকি স্টেডিয়ামে আয়োজক রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে নামবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন৷

বিডি প্রতিদিন/ ২৮ জুন ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর