২৮ জুন, ২০১৮ ১৭:১৮

মাঠে প্রকাশ্যে ঝামেলায় জড়িয়ে ফের বিতর্কে ওজিল

অনলাইন ডেস্ক

মাঠে প্রকাশ্যে ঝামেলায় জড়িয়ে ফের বিতর্কে ওজিল

লজ্জার বিদায় ঘটেছে। কুলগোত্রহীন দক্ষিণ কোরিয়ার কাছে চূড়ান্ত অবমাননাকর হার সহ্য করতে হয়েছে। নেতিবাচক খবরে শিরোনামে এসেছে চ্যাম্পিয়ন জার্মানি। 

ম্যাচের পরেই জার্মান তারকা মেসুত ওজিল ঝামেলায় জড়ালেন দেশের সমর্থকদের সঙ্গে। ঘটনাবহুল বুধবারে সুইডেন মেক্সিকোকে উড়িয়ে দিয়েছিল ৩-০ গোলে। 

অন্যদিকে, জার্মানি অপ্রত্যাশিতভাবে দক্ষিণ কোরিয়ার কাছে হার মানে ০-২ ব্যবধানে। সুইডেন ও মেক্সিকো পরের রাউন্ডে ছাড়পত্র জোগাড় করার পরে মাঠেই মুষড়ে পড়েন জার্মান সমর্থকরা।

তবে জোয়াকিম লো-র দলের সুপারস্টার ফুটবলারদের চোখে জল দেখেও ক্ষোভ কমেনি সমর্থকদের। আর্সেনালে সপ্তাহে ৩ লাখ ৫০ হাজার ইউরো বেতন পাওয়া ওজিলকে দেখে প্রকাশ্যেই ক্রোধ দেখাতে থাকেন গ্যালারির সমর্থকরা। মধ্যমা দেখাতে থাকেন তারা। ক্রুদ্ধ এক সমর্থক তো সরাসরি ওজিলের কাছে আসতে চাইছিলেন। তবে নিরাপত্তা কর্মকর্তারা তাকে আটকে দেন।

তার বিরুদ্ধে ক্ষোভ দেখেই হঠাৎ ওজিলকে দেখা যায় সজোরে চিৎকার করে সেই সমর্থকদের গালিগালাজ করতে। সুইডেন ম্যাচে প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি ওজিল। তবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শুরু থেকেই দলে ছিলেন। 

ম্যাচে অবশ্য খুব একটা খারাপ খেলেননি তিনি। সাতটা গোলের সুযোগ তৈরি করেছিলেন। চলতি বিশ্বকাপের কোনও একটি ম্যাচে যা কোনও ফুটবলারের পক্ষে সর্বোচ্চ। তবে তাতেও সমর্থকদের রাগ কমেনি। তারা ভিলেন বলে গালি দিচ্ছেন তুর্কি বংশোদ্ভূত এই জার্মানকে।

সোশ্যাল মিডিয়াতেও ওজিল প্রবল বিরোধিতার মধ্যে পড়েন। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। বিশ্বকাপের বিদায়ের দিনেও বিতর্ক ছুঁয়ে গেল তারকা মিডফিল্ডারকে।

বিডি প্রতিদিন/২৮ জুন ২০১৮/আরাফাত

সর্বশেষ খবর