২৯ জুন, ২০১৮ ০০:০৭

ফেয়ার প্লে'র কল্যাণে হেরেও শেষ ষোলতে জাপান

অনলাইন ডেস্ক

ফেয়ার প্লে'র কল্যাণে হেরেও শেষ ষোলতে জাপান

সংগৃহীত ছবি

সেনেগালকে টপকে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল জাপান। ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জাপান ১-০ গোলে হেরে যায়। তবে ভাগ্য দারুণভাবে সহায় ছিল জাপানের। তাইতো পোল্যান্ডের বিপক্ষে হেরেও গ্রুপ পর্বে ফেয়ার প্লে’র কল্যাণে শেষ ষোলতে জায়াগা করে নিল তারা।

এই গ্রুপে অন্য ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হার মানে সেনেগাল। সেনেগাল ও জাপানের সমান পয়েন্ট হলে দেখা হয় কারা কতগুলো হলুদ কার্ড বা লাল কার্ড পেয়েছে। যেখানে সেনেগাল থেকে গ্রুপে ফেয়ার খেলা জাপানই নকআউটে জায়গা করে নেয়।

ভলগোগ্রাদে পোল্যান্ড ও জাপানের মধ্যকার ম্যাচের প্রথমার্ধ গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে  ইয়ান বেদনারেক ম্যাচের ৫৯ মিনিটে জটলা থেকে শট করে দলকে ১-০ ব্যবধানে লিড পাইয়ে দেন পোল্যান্ডকে। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পোল্যান্ড। তবে হেরেও দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায় জাপান।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর