২৯ জুন, ২০১৮ ০০:০৭

একাদশে ব্যাপক পরিবর্তন এনে মুখোমুখি বেলজিয়াম-ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

একাদশে ব্যাপক পরিবর্তন এনে মুখোমুখি বেলজিয়াম-ইংল্যান্ড

সংগৃহীত ছবি

একাদশে ব্যাপক পরিবর্তন এনে রাশিয়া বিশ্বকাপে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে মাঠে নেমেছে বেলজিয়াম-ইংল্যান্ড। ইতোমধ্যে বেলজিয়াম ও ইংল্যান্ড শেষ ষোলোতে উঠে গেছে। ফলে দ্বিতীয় রাউন্ড বিবেচনা করে দু’দলই তাদের একাদশে পরিবর্তন এনেছেন।

কালিনিনগ্রাদে বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে নামছে দু’দল। বেলজিয়াম আগের ম্যাচের ৯ জনকেই এ ম্যাচে বিশ্রাম দিয়েছে। অন্যদিকে ইংলিশ দলে আগের ম্যাচের ৮ জনকেই বসিয়ে রেখেছে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল শেষ ষোলোতে ‘এইচ’ গ্রুপের রানারআপ জাপানের বিপক্ষে খেলবে। আর রানারআপ দল এইচ গ্রুপের চ্যাম্পিয়ন কলম্বিয়ার মুখোমুখি হবে।


ইংল্যান্ড-

জর্ডান পিকফোর্ড, ড্যানি রোজ, এরিক ডায়ার, জন স্টোন্স, জেমি ভার্ডি, গ্যারি কাহিল, ফিল জোন্স, ফাবিয়ান ডেল্ফ, মার্কাস র‌্যাশফোর্ড, রুবেন লফটাস-চিক, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।

বেলজিয়াম-

থিবাউ কুরতোয়া, থমাস ভারমিলেন, মারুয়ানে ফেল্লাইনি, থরগান হ্যাজার্ড, ইউরি তিয়েলেমান্স, আদনান ইয়ানুসাই, মুসা দেম্বেলে, দ্রেদ্রিক বয়োতা, মিকি বাতশুয়াই, নাসের শাদলি, লিয়ান্দার দেন্দোনকার।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর