২৯ জুন, ২০১৮ ০২:২৭

৪০ বছরের জয়খরা কাটাল তিউনিশিয়া

অনলাইন ডেস্ক

৪০ বছরের জয়খরা কাটাল তিউনিশিয়া

সংগৃহীত ছবি

ইতোমধ্যেই রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে পানামা ও তিউনিশিয়ার। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই হেরে বসেছে দু'টি দলই। নিয়ম রক্ষার জন্য শেষ ম্যাচে মাঠে নেমে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তিউনিশিয়া।

খেলার ৩৩ মিনিটে হোসে লুইস রদ্রিগেসের শর্ট নিজের নিয়ন্ত্রণে নিতে গেলে তিউনিসিয়ার মিডফিল্ডার ইয়াসিনে মেরিয়াহ'র করা আত্মঘাতী গোলে ১-০ স্কোর নিয়ে প্রথমার্ধে এগিয়ে যায় পানামা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫১ মিনিটে তিউনিশিয়াকে সমতায় ফেরান বেন ইউসেফ। 

এরপর ব্যবধান দ্বিগুন করেন তিউনিশিয়ার ওয়াবি খাজরি। ম্যাচের ৬৬ মিনিটে গোল করেন তিনি। এরপর পানামা আর গোল করতে না পারায় ২-১ গোলের ব্যবধানে জয় পায় তিউনিশিয়া।

এই জয়ের ফলে গত চল্লিশ বছর ধরে জয় না পাওয়া তিউনিশিয়া সেই খরা থেকে বেড়িয়ে এলো। মেক্সিকোর বিপক্ষে ১৯৭৮ সালের ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল। আর সে কারণেই দীর্ঘ ৪০ বছর পরে অন্তত একটি জয়ের সুখস্মৃতি নিয়ে দেশে ফিরতে মরিয়া ছিল হমদি নাগায়ুজের দল। শেষ পর্যন্ত তাদের হাতে ধরা দিল সেই কাঙ্ক্ষিত জয়।

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর