২৯ জুন, ২০১৮ ১১:৪২

আর্জেন্টিনার মেসি নির্ভরতা নিয়ে যা বললেন ক্রেসপো

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার মেসি নির্ভরতা নিয়ে যা বললেন ক্রেসপো

রাশিয়া বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত না হলেও সময় মতো ঠিকই হুঙ্কার দিয়ে উঠেছে আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সাথে ড্রয়ের পর ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম খেলোয়াড় ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির দল। আসরের দ্বিতীয় রাউন্ডে যখন উঠাটাই কষ্টকর হয়ে গিয়েছিল তখন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জ্বলে উঠে আর্জেন্টাইনরা। আর এক্ষেত্রে সফল নেতা ও জয়ের নায়ক হয়ে নাম লেখান মেসি।

আর্জেন্টিনার অতি মেসি নির্ভরতা নিয়ে এর আগেও বেশ সমালোচনা হয়েছে। কিন্তু সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড হার্নান ক্রেসপোর মত ভিন্ন। বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে ৬৪ ম্যাচে ৩৫ গোল করা ক্রেসপো মেসি নির্ভরশীলতা বলেন, ‘বিশ্বসেরা খেলোয়াড়ের ওপরই দল নির্ভর করে। বার্সালোনাও মেসিনির্ভর। যেমনটা পর্তুগাল এবং রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে ক্রিশ্চিয়ানো রোনালদো। গ্রেট খেলোয়াড়ের ওপর দলের নির্ভরশীলতা স্বাভাবিক এবং যৌক্তিক।’

এছাড়া নাইজেরিয়ার বিপক্ষে জয়ের ব্যাপারে তিনি বলেন, ‘খেলোয়াড়দের জন্য এটা ছিল বাঁচা-মরার লড়াই। সেই পরীক্ষায় তারা ভালোভাবেই উতরে গেছে। এটাই তাদের আগামী ম্যাচে পথ দেখাবে।’

নকআউট পর্বে আগামীকাল তারণ্যনির্ভর ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। 

বিডি প্রতিদিন/ ২৯ জুন ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর