৩০ জুন, ২০১৮ ০৯:৪৯

বিশ্বকাপকে বিদায় জানিয়ে যা বললেন ওজিল

অনলাইন ডেস্ক

বিশ্বকাপকে বিদায় জানিয়ে যা বললেন ওজিল

রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই অঘটনের শেষ নেই। যার মধ্যে অন্যতর গ্রুপ পর্ব থেকেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মিানির বিদায়। জার্মানির জন্য নক-আউটের দরজা বন্ধ করে দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ হার। লজ্জাজনক এই পরাজয়ের পর বিশ্বচ্যাম্পিয়ন কোচ জোয়াকিম লো থেকে টনি ক্রুজ, হতাশা প্রকাশ করেছেন অনেকেই। আর সেই তালিকায় এবার নাম লেখালেন জার্মানির অ্যাটাকিং মিড ফিল্ডার ওজিল। তিনি জানালেন ‘হার কষ্ট দেয়’।

বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ায় বিশ্ব জুড়ে সমালোচিত হচ্ছেন ওজিলরা। গ্রুপ পর্যায় তিন ম্যাচের মধ্যে সুইডেনের বিরুদ্ধে ম্যাচ ছাড়া বাকি দু’টি ম্যাচেই হেরেছে জার্মানি। রক্ষণ থেকে আক্রমণ সর্বত্রই ছিল দুর্বলতা। 

বিশ্বজুড়ে তাদের নিয়ে কাটাছেঁড়া যতই হোক না কেন ‘বিশ্বকাপের ট্রমা’ থেকে এখনও বেরোতে পারেননি ওজিলরা। ইন্সটাগ্রামে বিশ্বকাপ ভরাডুবির ব্যপারে উল্লেখ করে ওজিল লেখেন, ‘এটার থেকে বেরোতে সময় লাগবে। বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে বিদায় নেওয়া সত্যিই বেদনাদায়ক।’

উল্লেখ্য, ১৯৩৮ সালের পর প্রথমবার গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছে জার্মানি। 

বিডি প্রতিদিন/ ৩০ জুন ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর