৩০ জুন, ২০১৮ ১১:২০

দেশের মাটিতে দক্ষিণ কোরিয়া দলকে ডিম ছুঁড়ল সমর্থকরা! (ভিডিও)

অনলাইন ডেস্ক

দেশের মাটিতে দক্ষিণ কোরিয়া দলকে ডিম ছুঁড়ল সমর্থকরা! (ভিডিও)

জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপ। এরইমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে সেরা ১৬টি দল। তবে সেই তালিকায় নেই দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপ অভিযান শেষ করে শুক্রবার দেশে ফিরেছে তারা।

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারলেও একটি 'বিশেষ প্রাপ্তি' রয়েছে দক্ষিণ কোরিয়ার। তা হল- ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে ২-০ গোলে হারিয়েছে দলটি। আর এই হারের মধ্য দিয়েই আসর থেকে বিদায় নিয়েছে জার্মানি। অথচ সেই দক্ষিণ কোরিয়া খেলোয়াড়দেরই দেশে বরণ করা হয়েছে ডিম ছুঁড়ে!

এটা সত্য যে, রাশিয়া বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি দক্ষিণ কোরিয়ার। প্রথম দুই ম্যাচে হেরেছে দলটি। তবে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্বচাম্পিয়ন জার্মানির বিপক্ষে দুর্দান্ত খেলে পুরো ফুটবল বিশ্বের নজর কেড়েছে সনরা। আর সে কারণেই তাদের অভ্যর্থনা জানাতে ইনচন বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রায় পাঁচ শতাধিক সমর্থক, হাতে ছিল ফুল। সমর্থকদের বেশিরভাগই তাদের পছন্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলে সময়টা উপভোগ করেছেন।

আর এরইমধ্যে ঘটে গেল ব্যতিক্রম এক ঘটনা। হঠাৎ করেই সংবাদ সম্মেলনের সময় কোথা যেন ছুটে আসে দুই-তিনটি ডিম। দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন ইয়ং মিনের মাথায়ই লাগতে বসেছিল একটি ডিম। কেউ কেউ আবার ছুঁড়ে মেরেছেন টফি আকৃতির কুশন। 

দেশে ফিরে অভ্যর্থনা আয়োজনে এমন ঘটনায় ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েন কোচসহ দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা।

 

বিডি প্রতিদিন/ ৩০ জুন ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর