৩০ জুন, ২০১৮ ২২:৪৪

৩২ বছরের মাইলফলক ছুঁতে পারবেন সুয়ারেজ-কাভানিরা?

অনলাইন ডেস্ক

৩২ বছরের মাইলফলক ছুঁতে পারবেন সুয়ারেজ-কাভানিরা?

বিশ্বকাপ প্রি-কোয়ার্টারের প্রথম ম্যাচ যদি হাইভোল্টেজ হয়, তাহলে কোনো অংশে পিছিয়ে নেই দ্বিতীয় ম্যাচটিও। রোনালদোর পর্তুগালের বিরুদ্ধে বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে নামছে দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। 

চলতি বিশ্বকাপে তাদের নিয়ে তেমন কথা না হলেও নিজেদের খেলাটা কিন্তু ঠিক খেলে চলেছে তারা। গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পৌঁছেছে তারা। এই ম্যাচের ফলাফল কি হবে তা তো সময়ই বলবে। তবে মানসিক ভাবে কিন্তু অনেকটাই এগিয়ে লাতিন আমেরিকার দেশটি। অন্তত খাতায় কলমের হিসাব তো তাই বলছে।

একমাত্র দল হিসেবে চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত একটিও গোল হজম করেনি উরুগুয়ে। নক আউট পর্বে যদি পর্তুগালের বিরুদ্ধেও তারা কোনো গোল হজম না করে তাহলে ৩২ বছর পর এক অনন্য কৃতিত্ব করবেন সুয়ারেজ, কাভানিরা। 

এর আগে ১৯৮৬ বিশ্বকাপে ব্রাজিলের পর প্রথম লাতিন আমেরিকার দল হিসেবে বিশ্বকাপের পরপর চারটি ম্যাচে গোল হজম না করার রেকর্ড করবে তারা। এখন দেখার শেষমেশ সেই কৃতিত্ব তারা অর্জন করতে পারেন কি না।

বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৮/আরাফাত

সর্বশেষ খবর