৩০ জুন, ২০১৮ ২৩:০০

পেলের কীর্তি স্পর্শ করলেন এমবাপ্পে

অনলাইন ডেস্ক

পেলের কীর্তি স্পর্শ করলেন এমবাপ্পে

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় আর্জেন্টিনাকে ও ফ্রান্সের ম্যাচটি ২-২ গোলের সমতায় পেন্ডুলামের মতো দুলছিল। এসময় ৬৪ ও ৬৮ মিনিটে জোড়া গোল করে ম্যাচটা নিজেদের দিকে নিয়ে এলেন কিলিয়ান এমবাপে। ম্যাচের শেষ দিকে গোল করলেও তা যথেষ্ট হলো না আর্জেন্টিনার জন্য। রোমাঞ্চকর লড়াইয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠে গেছে ফ্রান্স।

কেন তাকে মেসি-রোনালদো যুগের পর ভবিষ্যতের মহাতারকা ভাবা হয় তা ভালভাবেই বুঝিয়ে দিলেন এমবাপে। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর প্রথম ম্যাচে  গোল করার পথে তিনি ষষ্ঠ টিনএজ তারকা হিসেবে এক বিশ্বকাপে একাধিক গোল করলেন।

এর আগে এই রেকর্ডে নাম ছিল পেলে (৬, ব্রাজিল), এদমুন্দ কোনেন (৪, জার্মানি), ম্যানুয়েল রোসাস (২, মেক্সিকো), হোসে আলতাফিনি (২, ব্রাজিল) ও মাইকেল ওয়েন (২, ইংল্যান্ড)। তবে এক জায়গায় এমবাপ্পে সবার চেয়ে এগিয়ে। ১৯৯৮ সালের বিশ্বকাপে মাইকেল ওয়েনের পর একমাত্র এমবাপ্পেই ১৯ বছর বয়সে এই রেকর্ড গড়লেন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর