১ জুলাই, ২০১৮ ১৪:২৫

'আমি থাকছি, আমার বিচার করতে কেউ বসেনি'

অনলাইন ডেস্ক

'আমি থাকছি, আমার বিচার করতে কেউ বসেনি'

কোটি ভক্তকে কাঁদিয়ে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আসরের অন্যতম ফেভারিট টিম আর্জেন্টিনা। গতকাল রাতে চলতি টুর্নামেন্টের নকআউট পর্বের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরে যায় বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি।

হতাশাজনক পারফরম্যান্সের পরেও আলবিসিলেস্তেদের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন না কোচ হোর্হে সাম্পাওলি। তিনি বলেন, বিশ্বকাপ থেকে বিদায় খুবই দুঃখজনক। সত্যি হলো যে, আমি থাকছি; আমার বিচার করতে কেউ বসেনি।

এ সময় সাম্পাওলি আরও বলেন, আমি নিজস্ব কৌশল ও পরিকল্পনা নিয়েই এখানে এসেছিলাম এবং ব্যর্থতা আমাকে কোচ হিসেবে আরও সমৃদ্ধ করবে; আমি ভবিষ্যত দেখতে চাই।

এদিকে, আর্জেন্টিনার বিদায়ে ‘অনুতপ্ত’ নন জানিয়ে সাম্পাওলি। তিনি বলেন, আমি দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানাই তাদের প্রচেষ্টার জন্য। ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ, তারা আমাদের সব দিয়েছে- আমরা ব্যর্থ হয়েছি।

বিডি প্রতিদিন/ ১ জুলাই ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর