১ জুলাই, ২০১৮ ১৫:৩৮

ফেভারিট হয়েই ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া

অনলাইন ডেস্ক

ফেভারিট হয়েই ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া

রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হয়েছে। গতকালের দু'টি ম্যাচে আসরকে বিদায় জানিয়েছে এবারের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা ও পর্তুগাল। আর আজ রাত ১২টায় ডেনমার্কের বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নামবে উজ্জীবিত ক্রোয়েশিয়া। এবারের বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে শতভাগ জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ক্রোয়েশিয়া।

নিজনি নোভগ্রাদের এই স্টেডিয়ামেই গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল ক্রোয়েশিয়া। ড্যানিশদের পরাজিত করতে পারলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে স্পেন বনাম রাশিয়ার মধ্যকার বিজয়ী দলটি। অভিজ্ঞ প্লেমেকার লুকা মড্রিচের নেতৃত্বে ক্রোয়েশিয়া গ্রুপ পর্বে নাইজেরিয়া ও আইসল্যান্ডকে পরাজিত করে ডি’গ্রুপের শীর্ষ দল হিসেবেই নক আউট পর্বে উঠেছে। 

অন্যদিকে রাশিয়ায় এ পর্যন্ত মাত্র একটি ম্যাচে জয়ী হয়েছে ডেনমার্ক। গ্রুপ পর্বে তারা পেরুকে ১-০ গোলে পরাজিত করেছিল। তবে ড্যানিশ মিডফিল্ডার থমাস ডেলানের বিশ্বাস, এরিকসেন তার শক্তিশালী আক্রমণাত্মক মনোভাব দিয়ে ক্রোয়েশিয়াকে পরাস্ত করতে পারবে। বিশেষ করে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে এক পয়েন্ট অর্জন করাতে দল আরও বেশী উজ্জীবিত অবস্থায় আছে বলেই তাদের বিশ্বাস।
 
বিডি প্রতিদিন/ ১ জুলাই ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর