২ জুলাই, ২০১৮ ০০:০২

'দুর্ভেদ্য প্রাচীর' কে এই গোলকিপার আকিনফিভ

অনলাইন ডেস্ক

'দুর্ভেদ্য প্রাচীর' কে এই গোলকিপার আকিনফিভ

অঘটনের রঙ্গমঞ্চ বিশ্বকাপ ফুটবল। রেকর্ড আর অঘটনের সেই রঙ্গমঞ্চ কাউকে হিরো বানায় আর কাউকে জিরো। তবে রাশিয়ায় ২১তম বিশ্বকাপে অঘটন শুরু থেকেই। ফেবারিটের তকমা পাওয়া দল গুলো একের পর এক বিদায় নিচ্ছে। 

জার্মানি, আর্জেন্টিনা, পর্তুগালের পর এবার সেই কাতারে নাম লিখিয়েছে স্পেন। বলতে পারেন স্বাগতিক রাশিয়ার গোলরক্ষক ইগোর আকিনফিভের কাছেই হেরে গেছে ২০১০ বিশ্বকাপ জয়ীরা। মূল ম্যাচে তো বটেই, পেনাল্টি শুটআউটে যেন রামোসদের সামনে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলেছিলেন ইগোর আকিনফিভ। স্পেনের নেওয়া ৫টি শটের মধ্যে ২টিই ফিরিয়ে দিয়েছেন আকিনফিভ।

আকিনফিভের পুরো নাম ইগোর ভ্লাদিমিরোভিচ আকিনফিভ। জন্ম রাশিয়ার মস্কোর অবলেস্ট নামক এলাকায়। ৩২ বছর বয়সী এ গোলরক্ষক রুশ ক্লাব 'পিএফসি সিএসকেএ মস্কো'র গোলরক্ষক ও অধিনায়ক। ২০০৪ সাল থেকে রাশিয়ার জাতীয় দলের হয়ে খেলছেন।

তবে রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষের ম্যাচটিই হয়তো জীবনের সেরা নৈপুণ্য আকিনফিভের। কারণ এ ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে কোকের নেওয়া তৃতীয় শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আকিনফিভ। ইয়াগো আসপাসের পঞ্চম শটটিও পা দিয়ে ঠেকিয়ে দেন তিনি। তাই স্বাগতিকদের পঞ্চম শটের প্রয়োজন পড়েনি। মস্কোতে পেনাল্টি শুটআউটে আকিনফিভের নৈপুণ্যে ৪-৩ গোলে জিতে উচ্ছ্বাসে ভাসে রাশিয়া। 

বিডি-প্রতিদিন/ ই-জাহান

সর্বশেষ খবর