২ জুলাই, ২০১৮ ০১:৫৮

অতিরিক্ত সময়ে গড়ালো ডেনমার্ক-ক্রোয়েশিয়া ম্যাচ

অনলাইন ডেস্ক

অতিরিক্ত সময়ে গড়ালো ডেনমার্ক-ক্রোয়েশিয়া ম্যাচ

সংগৃহীত ছবি

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর খেলায় রবিবার শেষ আটে যাওয়ার লড়াইয়ে ডেনমার্ক-ক্রোয়েশিয়ার ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়িয়েছে। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হওয়া ম্যাচটির শুরুতেই গোলের দেখা পায় দুই দল।

এদিন খেলা শুরুর মাত্র ২ মিনিটের মাথায় ক্রোয়েশিয়ার জালে গোল করেন ডেনমার্কের জুর্গেনসেন। কিন্তু মিনিট না পেরোতেই পাল্টা গোল করে ক্রোয়েশিয়া। তৃতীয় মিনিটে মানদুজোকিচ ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান। আর প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও কোনও দলই আর গোলের দেখা পায়নি। তাই ১-১ গোলের ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে এসেও গোলের দেখা পায়নি কোনও দল। তাই ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

ক্রোয়েশিয়ার শুরুর একাদশ : 
দানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালিকো, ইভান স্ত্রিনিচ, ইভান পেরিসিচ, দেজান লোভরেন, ইভান রাকিতিচ, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও মান্দজুকিচ, আন্তে রেবিচ, দোমাগোজ ভিদা।

ডেনমার্কের শুরুর একাদশ:
কাসপার স্মাইকেল, সিমন কাজায়ের, ইয়োনাস নুডসেন, আন্দ্রেস ক্রিস্টেনসেন, টমাস ডেলানি, ক্রিস্টিয়ান এরিকসেন, মার্টিন ব্রেইদওয়াইট, ম্যাথিয়াস ইয়োর্গেনসেন, হেনরিক ডালসগার্ড, ইউসুফ পৌলসেন, আন্দ্রেয়াস কর্নেলিয়াস।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

সর্বশেষ খবর