২ জুলাই, ২০১৮ ০৮:৫৩

উরুগুয়ের খেলার কৌশল প্রতিপক্ষের জন্য বিরক্তিকর : গ্রিজম্যান

অনলাইন ডেস্ক

উরুগুয়ের খেলার কৌশল প্রতিপক্ষের জন্য বিরক্তিকর : গ্রিজম্যান

উরুগুয়ের খেলার কৌশলকে নিজ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে তুলনা করে ফ্রেঞ্চ তারকা আন্তোইন গ্রিজম্যান বলেছেন তা প্রতিপক্ষের জন্য বিরক্তিকর হতে পারে। তবে ফ্রান্স দল এর সঙ্গে মানিয়ে নিতে পারবে বলে আশাবাদী গ্রিজম্যান।
৬ই জুলাই রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে-ফ্রান্স। ডিফেন্সিভ কৌশলে এবারের আসরের সেরা উরুগুয়ে। গ্রুপ পর্বে উরুগুয়ে একমাত্র দল যারা একটি গোলও হজম করেনি।
গ্রিজম্যান বলেন, ‘উরুগুয়ের খেলা অ্যাটলেটিকোর মতো। তারা সময় নিয়ে খেলে। ম্যাচটা বিরক্তিকর হতে পারে এবং তারা সেটি আমাদের ওপর চাপিয়ে দিয়ে সুযোগ নিতে চাইবে। আমাদেরকে অবশ্যই এর সঙ্গে মানিতে নিতে হবে।’
কাভানির ভূয়সী প্রশংসাই করেন গ্রিজম্যান বলেন, ‘আমার মতে কাভানি বিশ্বের সেরা ফরোয়ার্ড। সে দলের জন্য নিবেদিত প্রাণ। যদি সে ইনজুরিতে থাকে উরুগুয়ে দলেও অনেক পরিবর্তন দেখা যাবে।’

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর