২ জুলাই, ২০১৮ ১৩:১৫

ব্রাজিল-মেক্সিকো ম্যাচে কার পক্ষে পরিসংখ্যান?

অনলাইন ডেস্ক

ব্রাজিল-মেক্সিকো ম্যাচে কার পক্ষে পরিসংখ্যান?

রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বের খেলা শুরু হয়েছে। এরইমধ্যে বিশ্বকাপের চলতি আসরে ঘটেছে বেশ কয়েকটি অঘটন। গ্রপ পর্বেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নের জার্মানির বিদায় ছাড়াও এছাড়া নকআউট পর্বে আর্জেন্টিনা, পর্তুগাল ও স্পেনের বিদায় অন্যতম। আর এই সবকিছু মাথায় রেখেই আজ রাতে উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল ও মেক্সিকো।

এরইমধ্যে এই ম্যাচকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রশ্ন একটাই- কে জিতবে আজ? এক্ষেত্রে অবশ্য পরিসংখ্যান ব্রাজিলের পক্ষেই।

১. ১৯৯০ সালের পর থেকে কখনও বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের আগে বাদ পড়েনি ব্রাজিল। অন্যদিকে শেষ ছ'টি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেছে মেক্সিকো। বিশ্বকাপের আসরে চারবারের সাক্ষাতে একবারও ব্রাজিলকে হারাতে পারেনি মেক্সিকানরা।

২. শেষ ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত তিতের ব্রাজিল।

৩. গ্রুপ পর্বে নিজেদের তিনটি ম্যাচে ৫৬টি শট নিয়েছে ব্রাজিল। সেখানে প্রতিপক্ষ মেক্সিকো নিয়েছে ৪৪টি শট।

৪. টুর্নামেন্টে এখন পর্যন্ত ১,৮৮৪টি পাস দেওয়ার চেষ্টা করেছে সেলেকাওরা, যা মেক্সিকোর চেয়ে ৬৩১টি বেশি।

৫. এখন পর্যন্ত ব্রাজিল-মেক্সিকো মুখোমুখি হয়েছে ৪০ বার। ব্রাজিল যেখানে ২৩টি ম্যাচ জিতেছে, সেখানে মেক্সিকো জিতেছে ১০টি ম্যাচ। ড্র হয়েছে ৭টি ম্যাচ। বিশ্বকাপে চারবারের সাক্ষাতে প্রথম তিনবারই জিতেছে ব্রাজিল। শুধু ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

৬. বিশ্বকাপে চারবারের সাক্ষাতে ব্রাজিলের বিরুদ্ধে কোনো গোল করতে পারেনি মেক্সিকো, উল্টে গোল হজম করেছে ১১টি।

বিডি প্রতিদিন/ ২ জুলাই ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর