২ জুলাই, ২০১৮ ১৪:০৮

আর্জেন্টিনা দল থেকে যাদের বাদ দেওয়া উচিত

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনা দল থেকে যাদের বাদ দেওয়া উচিত

কোটি ভক্তকে কাঁদিয়ে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আসরের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ড্র করে বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির দল। এরপর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে গেলে নকআউট পর্বে উঠা নিয়েই শঙ্কায় পড়ে দলটি। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টিম আর্জেন্টিনা। নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে মেসিরা। তবে রশিয়া বিশ্বকাপের যাত্রাকে বেশি দূরে এগিয়ে নিয়ে যেতে পারেনি আর্জেন্টিনা।

নকআউট পর্বে ফ্রান্সের মুখোমুখি হয় মেসির দল। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে। এরপরই সমালোচনায় বিদ্ধ হন কোচ সাম্পাওলি থেকে শুরু করে দলের একাধিক শীর্ষ ফুটবলার। যেকোনো মুহূর্তে অপসারিত হতে পারেন কোচ। তবে শুধু কোচ নন, পরিসংখ্যান-পরিস্থিতি বলছে, বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন দল থেকে বাদ পড়ার তালিকায়।

উইলি কাবালেরো: রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন গোল রক্ষক উইলি কাবালেরো। তার উপর অসন্তুষ্ট অনেকেই। তাঁর ভুলে একাধিক ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে দলকে। পাশাপাশি একাধিক গোল হজম করতে হয়েছে দলকে।

মার্কোস রোজো: নাইজিরিয়া ম্যাচে তাঁর শেষ মুহূর্তের গোল আর্জেন্টিনার মান বাঁচিয়েছে। যদিও তেমন ভাবে আর কিছুই করতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার। এমনকী, একাধিক ক্ষেত্রে তাঁর ভুল পাস এবং ড্রিবলে অক্ষমতা দলকে বিপদে ফেলেছে।

এঞ্জো পেরেজ: রিভার প্লেটের এই সেন্ট্রাল মিডফিল্ডার যোগ্যতা পর্বে ছয়টি ম্যাচ খেললেও গ্রুপ পর্যায়ে সব ম্যাচে সুযোগ পাননি। মাঝে সামান্য চোটও পেয়েছিলেন। যদিও পরবর্তীতে মাঠে নামলেও তেমন কিছু করতে পারেননি।

নিকোলাস ওটামেন্ডি: ২০০৯ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে আর্জেন্টিনার হয়ে ৫৯টি ম্যাচ খেলে ফেলেছেন ম্যানচেস্টার সিটির এই সেন্টার ব্যাক। দু’টি বিশ্বকাপ এবং কোপা আমেরিকায় দলের সঙ্গে থাকা অভিজ্ঞ ওটামেন্ডি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ।

ম্যাক্সিমিলিয়ানো মেজা: আইসল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েছিলেন। কিন্তু ব্যর্থতার কারণে বাদ পড়েন নাইজিরিয়া এবং ফ্রান্সের বিরুদ্ধে। এই মিডফিল্ডারটির উপর তেমন ভরসা রাখতে পারেননি কোচ বা অধিনায়ক।

বিডি প্রতিদিন/ ২ জুলাই ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর