২ জুলাই, ২০১৮ ১৪:৪৫

রাশিয়া শিবিরে ডোপ কেলেঙ্কারির আতঙ্ক

অনলাইন ডেস্ক

রাশিয়া শিবিরে ডোপ কেলেঙ্কারির আতঙ্ক

ডেনিস চেরিশেভ

কোয়ার্টার ফাইনালে উঠলেও রাশিয়া শিবিরে এখন ডোপ কেলেঙ্কারির আতঙ্ক। গ্রুপ পর্বে ৩ গোল করা ডেনিস চেরিশেভ নাকি বিশ্বকাপ শুরুর আগে নিষিদ্ধ ড্রাগ (‌গ্রোথ হরমোন)‌ নিয়েছেন। আর এমন মারাত্মক অভিযোগ করেছেন ডেনিসের বাবা দিমিত্রি চেরিশেভ।

এরপরই এবারের বিশ্বকাপে রাশিয়ার তারকাকে নিয়ে হইচই শুরু হয়ে যায়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ডেনিস চেরিশেভ। তিনি বলেছেন, ‘‌জানি না সাংবাদিকরা এসব খবর কোথা থেকে পান। হতে পারে, তারা আমার বাবার বক্তব্য ঠিক করে বুঝতে পারেননি। নিষিদ্ধ কোনও জিনিস আমি কখনও ব্যবহার করিনি।’‌ 

উল্লেখ্য, রবিবার স্পেনের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না ডেনিস চেরিশেভ। দ্বিতীয়ার্ধে অবশ্য পরিবর্ত হিসেবে নামেন। অন্য দিকে চেরিশেভের বাবার এমন গুরুতর অভিযোগের পর নড়েচড়ে বসেছে রাশিয়ান অ্যান্টি-ডোপিং এজেন্সি। 

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর