২ জুলাই, ২০১৮ ১৫:৩৫

আত্মঘাতী গোলের রেকর্ড রাশিয়ার

অনলাইন ডেস্ক

আত্মঘাতী গোলের রেকর্ড রাশিয়ার

সংগৃহীত ছবি

রাশিয়া বিশ্বকাপে নকআউট পর্বের খেলা শুরু হয়ে গেছে। তীব্র লড়াই চলছে প্রতিটি ম্যাচেই। তবে বিশ্বকাপের ২১তম আসরে বেশ কয়েকটি দল আত্মঘাতী গোলের কারণে জয় বঞ্চিত হয়েছে। আসর থেকে ছিটকেও পড়েছে অনেকে। স্বাগতিক রাশিয়াও সেই দুর্ভাগ্য বরণ করতে যাচ্ছিলো। তবে এমন পরিণতি থেকে দলকে বাঁচিয়েছে গোলরক্ষক ইগর আকিনফিভ। দুর্দান্ত এই গোলরক্ষক স্পেনের দুইটি শুটআউট আটকে দিয়ে দলকে কোয়ার্টার ফাইনালের বন্দরে পৌঁছে দেন।

রবিবার স্বাগতিক রাশিয়ার বিপক্ষে মাঠে নাশে আসরের অন্যতম ফেভারিট স্পেন। ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় ইনিয়েস্তারা। জটলা থেকে সার্জিও রামোসের শট সের্গেই ইগনাশেভিচের গায়ে লেগে জালে জড়িয়ে আত্মঘাতী গোল হজমের পাশাপাশি রেকর্ডের খাতায় নাম লেখায় স্বাগকিতরা। আর তা হলো বিশ্বকাপের কোনো আসরে দু’টি আত্মঘাতী গোলের।

১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে বুলগেরিয়ার পর রাশিয়ান সের্গেই ইগনাশেভিচের গোলে দ্বিতীয় দল হিসেবে আত্মঘাতী গোলের এ রেকর্ডে নাম লেখালো ২১তম বিশ্বকাপের স্বাগতিকরা।

প্রসঙ্গত, এর আগে ২৫ জুন ‍উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে আরও একটি আত্মঘাতী গোল করে রাশিয়া।

বিডি প্রতিদিন/ ২ জুলাই ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর