২ জুলাই, ২০১৮ ১৭:২৮

গত ২৮ বছরে ব্রাজিলের বিপক্ষে যে ইতিহাস শুধুই আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক

গত ২৮ বছরে ব্রাজিলের বিপক্ষে যে ইতিহাস শুধুই আর্জেন্টিনার

সংগৃহীত ছবি

১৬ বছর ধরে বিশ্বকাপ জয়ের ক্ষুধা নিয়ে মরিয়া ব্রাজিল। আজ হেক্সা মিশনের কোয়ার্টার ফাইনালে রাশিয়ার সামারায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর বিপক্ষে মাঠে নামছে তিতের শিষ্যরা। এ ম্যাচে নিজের জাত চেনাতে ফুঁসে উঠতে চাইবেন নেইমার-কুতিনহোরা।

মেক্সিকোর বিপক্ষে ইতিহাসও ব্রাজিলের পক্ষে। বিশ্বকাপ ফুটবলের গত ৬টি আসরে ব্রাজিল উত্তর আমেরিকা ও লাতিন আমেরিকার কোনও দেশের বিপক্ষে হারেনি।এছাড়া যে কয়টি পরাজয় হয়েছে সবক'টি ইউরোপীয় দেশের বিরুদ্ধে।

ইতিহাস বলছে, ২৮ বছর আগে ১৯৯০ সালে সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে হেরেছিল সেলকাওরা। রাউন্ড অব সিক্সটিন এর ওই ম্যাচে ম্যারাডোনাদের বিপক্ষে হারের স্বাদ পায় পেলের উত্তরসূরিরা। তাই আজ বেশ ফুরফুরে মেজাজেই নামবে নেইমাররা। তবে শঙ্কাটা হচ্ছে রাশিয়া বিশ্বকাপ বলেই। কারণ গ্রুপ পর্বে এই মেক্সিকোর কাছেই হেরেছে চ্যাম্পিয়ন জার্মানি। তাই আজ মেক্সিকোর ইতিহাস গড়া নাকি ব্রাজিলের হেক্সা মিশনে এগিয়ে যাওয়ার পালা সেই প্রশ্নের উত্তর মিলবে সামারাতেই। 

সূত্র: ফিফার ওয়েবসাইট

বিডি-প্রতিদিন/ ই-জাহান

সর্বশেষ খবর