৩ জুলাই, ২০১৮ ০৮:৩২

অহেতুক সমালোচনা করা নির্বুদ্ধিতার পরিচয়: নেইমার

অনলাইন ডেস্ক

অহেতুক সমালোচনা করা নির্বুদ্ধিতার পরিচয়: নেইমার

সমালোচনা যতই হোক সেদিকে মন নেই নেইমারের। সমালোচকদের এক হাত নিয়ে বললেন, আমি এসব নিয়ে ভাবি না। যাদের সময় অফুরন্ত, যাদের কাজ নেই, কিছু করার নেই, প্রতিযোগিতায় নেই, তারাই এসব গেয়ে বেড়াচ্ছে।

সোমবার মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও সেই ম্যাচে জয়ের নায়ক নেইমারকে দেখা গেছে নাটক করতে। একাধিকবার আশ্রয় নিয়েছেন অভিনয়ের। বিষয়টি বেশ দৃষ্টিকটু মনে হয়েছে ফুটবল বোদ্ধাদের কাছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো চলছে হাস্যরসের হিড়িক। বিষয়টি নিয়ে কথা বলেছেন মেক্সিকো অধিনায়ক আন্দ্রেস গুয়ার্দাদো।

তবে সবাইকে ধুয়ে দিয়েছেন নেইমার। বলেছেন, যারা বেশি কথা বলছে। তারা নিপাত যাক। মাঠের বাইরে তাদের কথাবার্তা শোভনীয় নয়। একেবারে অপমানজনক। আমি মনে করি, অহেতুক মানুষের সমালোচনা করা নির্বুদ্ধিতার পরিচয়। আর যারা এসব করে তারা বেশিদূর এগোতে পারে না। কথাটা মনে হাড়ে হাড়ে ফলে গেছে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

সর্বশেষ খবর