৩ জুলাই, ২০১৮ ১৭:৪১

জাপানে বিশ্বকাপের জ্যোতিষী অক্টোপাসকে কেটে বিক্রি! (ভিডিও)

অনলাইন ডেস্ক

জাপানে বিশ্বকাপের জ্যোতিষী অক্টোপাসকে কেটে বিক্রি! (ভিডিও)

দুই গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্ত পর্যন্ত বেলজিয়ামের কাছে শেষে ৩-২ গোলে পরাজিত হয়েছে জাপান। আর এর পিছনে নাকি রয়েছে এক অক্টোপাসের করুণ কাহিনী।

জাপানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, র‌্যাবিয়ট নামে একটি অক্টোপাস এই বিশ্বকাপে জাপানের তিনটি ম্যাচের আগে যা ভবিষ্যদ্বাণী করেছিল তাই হয়েছিল। অক্টোপাসটি হোক্কাইডো থেকে ধরা হয়েছিল। সে ভবিষ্যদ্বাণী করেছিল কলম্বিয়া ম্যাচে জাপান জিতবে, সেনেগালের সঙ্গে ড্র করবে আর পোলান্ডের কাছে হারবে।

কিন্তু নক-আউট পর্বে বেলজিয়াম ম্যাচের আগেই তাকে কেটে বিক্রি করে দেন মৎস্য বিক্রেতা কিমিও অ্যাবে। তার পরেই বেলজিয়ামের কাছে হেরে যায় জাপান।

কিমিও জানান, বিশ্বকাপের থেকে বড় তার ব্যবসা। তাই আর অক্টোপাসটিকে বাঁচিয়ে রাখার প্রয়োজন মনে করেননি তিনি। অনেকেই মনে করছেন অক্টোপাসটির 'অভিশাপে'ই জাপানের হার হয়েছে।

যদিও র‌্যাবিয়টই প্রথম অক্টোপাস নয়, এর আগে ২০১০ সালে অক্টোপাস পল আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিল জার্মানির খেলাগুলোর ফলাফলের আগাম আভাস দিয়ে। এমনকী, ফাইনালে স্পেন জিতে যাবে জার্মানির বিরুদ্ধে তাও আগাম জানিয়েছিল পল।

এই বিশ্বকাপে অ্যাকিলিস নামের একটি রাশিয়ান বিড়ালও ম্যাচের ফলাফল আগে থেকেই ঠিক অনুমান করে সংবাদ শিরোনামে এসেছে।

বিডি প্রতিদিন/০৩ জুলাই ২০১৮/আরাফাত

সর্বশেষ খবর