৪ জুলাই, ২০১৮ ১২:১১

ফ্রান্সের বিপক্ষে কাভানি-সুয়ারেজের খেলা নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক

ফ্রান্সের বিপক্ষে কাভানি-সুয়ারেজের খেলা নিয়ে শঙ্কা

আগামী ৬ জুলাই রাতে সেমিফাইনালে উঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে উরুগুয়ে। শক্তির বিচারের কোনো দলই কম নয়। আবার দু'দলেরই রয়েছেন বিশ্বকাপ নেওয়ার অভিজ্ঞতা। এমন একটি ম্যাচে উরুগুয়ের সেরা দুই তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার অনুশীলনের মাঝপথে খোঁড়াতে খোঁড়াতে উঠে যান সুয়ারেজ। তখনই শুরু হয়ে যায় জল্পনা। তবে সংবাদ সম্মেলনে সুয়ারেজ জানিয়ে যান, তাকে নিয়ে নয়, উদ্বেগ আছে এডিসন কাভানির খেলা নিয়ে।

পর্তুগালের বিরুদ্ধে ম্যাচেই চোট পেয়েছিলেন কাভানি। উরুগুয়ে ফুটবল সংস্থা জানিয়েছে, চিকিৎসা চলছে কাভানির। তাঁর ওপরে নজর রাখা হয়েছে। 

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুয়ারেস বলেন, ‘‘আমি নিজেও জানি না ফ্রান্সের বিরুদ্ধে কাভানি খেলতে পারবে কি না। উরুগুয়ের লক্ষ লক্ষ মানুষের মতো আমিও অপেক্ষা করে আছি এডিসন কাভানিকে নিয়ে কী সিদ্ধান্ত হয়, সেটা দেখার জন্য।’’

দ্বিতীয় রাউন্ডে পর্তুগালকে হারায় উরুগুয়ে। এদিন কাভানি জোড়া গোল করেন। তাই ফ্রান্সের বিপক্ষে কাভানিকে হারানো মাঠের নামার আগে উরুগুয়ের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তা নির্দ্বিধায় বলা যায়।
 
বিডি-প্রতিদিন/০৪ জুলাই, ২০১৮/মাহবুব

 

সর্বশেষ খবর