৪ জুলাই, ২০১৮ ২২:২৬

ম্যারাডোনার ‘দেশ বদল’!

অনলাইন ডেস্ক

ম্যারাডোনার ‘দেশ বদল’!

ফাইল ছবি

তার দেশ আর্জেন্টিনা আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। এবার ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক দিয়াগো ম্যারাডোনা ‘দেশ’ বদলে ফেললেন। জানিয়ে দিলেন, রাশিয়ার মাটিতে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল। 

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়ে গেছে। আলবিসেলেস্তে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরে দেশকে কোচিং করানোর ইচ্ছা প্রকাশ করেছেন ম্যারাডোনা নিজেই। এর মধ্যেই আর্জেন্টিনার মহাতারকা ব্রাজিলের হয়ে গলা ফাটিয়েছেন ভেনেজুয়েলার একটা টিভি চ্যানেলের কাছে। 

ভেনেজুয়েলার টিভি চ্যানেলে বিশ্বকাপ নিয়ে বিশেষ এক সাক্ষাৎকারে ম্যারাডোনা ব্যাখ্যা দিয়েছেন, ‘‘নেইমার একদিন ভক্তদের হাসাবে, আবার কাঁদাবে। নেইমার আর ব্রাজিলের খেলা আমি বেশ উপভোগ করছি। মেক্সিকোর ফুটবলাররা যখন নেইমারকে মেরে ফেলে দিচ্ছিল, ব্রাজিল সমর্থকদের মতো আমারও কাঁদতে ইচ্ছে করছিল। বল পায়ে নেইমারকে দৌড়াতে দেখে আমারও হাসতে ইচ্ছা করছিল। নেইমারের পাস দেওয়া, ড্রিবলিং করা, বলের জন্য জায়গা নেওয়া, গোল করার মতো জায়গায় পৌঁছে নিজেকে ফাঁকা করে নেওয়া দেখে আমার কিন্তু খুব ভাল লেগেছে। ব্রাজিলের খেলা আমার দারুণ লাগছে। ব্রাজিল খুবই শক্তিশালী দল। ঠিক সময় দলটা জেগে উঠছে।’’ 

ব্রাজিলের কোচ তিতেকেও ভাল লেগেছে ম্যারাডোনার। তিনি বলেছেন, ‘‘আমার তিতেকে বেশ ভালই লাগছে। জার্মানির বিরুদ্ধে মেক্সিকো ঠিক যেমন খেলেছিল, ঠিক তেমনটাই ব্রাজিলের বিরুদ্ধে খেলতে চেয়েছিল।’’ 
 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর