৫ জুলাই, ২০১৮ ০৪:২৪

কলম্বিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়কে 'ডাকাতি' বললেন ম্যারাডোনা

অনলাইন ডেস্ক

কলম্বিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়কে 'ডাকাতি' বললেন ম্যারাডোনা

ফাইল ছবি

রাশিয়া বিশ্বকাপের উত্তেজনা পৌঁছে গেছে সর্বত্র। প্রতিটি ম্যাচেই চলছে তীব্র লড়াই। এরইমধ্যে দ্বিতীয় রাউন্ডের কলম্বিয়া-ইংল্যান্ডের উত্তেজনাপূর্ণ ম্যাচটি জন্ম দিয়েছে নতুন বিতর্কের। আর্জেন্টিনার ফটবল রাজপুত্র ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনার সঙ্গে ইংল্যান্ডের সম্পর্ক যে একেবারেই মধুর নয়, সেটা বিশ্বফুটবলের সামান্যতম জ্ঞান রাখা উৎসাহীরাও জানেন। তারই জের ধরে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পরেও ইংল্যান্ডের কড়া সমালোচনা করতে ছাড়লেন না এই আর্জেন্টাইন কিংবদন্তি। 

কলম্বিয়া–ইংল্যান্ড ম্যাচের রেফারির ওপরে বেজায় চটেছেন ম্যারাডোনা। তাঁর অভিযোগ রেফারি পক্ষপাতদুষ্ট হয়ে ম্যাচ পরিচালনা করেছেন। পাশাপাশি তাঁর সমর্থন ছিল ইংল্যান্ডের দিকেও। 

একটি টেলিভিশন চ্যানেলে ম্যারাডোনা বলেন, ‘‌যেটা করা হয়েছে সেটাকে দিনে দুপুরে ডাকাতি ছাড়া আর কিছুই বলা চলে না। রেফারি মার্ক গেইয়ার ইংল্যান্ডকে জেতানোর চেষ্টা করেছেন। ইংল্যান্ড সেই কারণেই জিতেছেন। কলম্বিয়ার ফুটবলারদের কথা ভেবে খারাপ লাগছে।’‌

এ সময় ম্যারাডোনা আরও বলেন, ‘‌মার্ক যে রেফারি হিসেবে খুব একটা স্বচ্ছ নন, সেটা সকলেই জানে। রেফারিদের নিয়োগ করার দায়িত্বে যিনি, সেই কলিনার উচিত ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা চাওয়া। ওই রেফারি বেসবল সম্পর্কে জানতে পারেন, কিন্তু ফুটবল সম্পর্কে যে কিছুই জানেন না সেই বিষয়ে আমি নিশ্চিত।’‌

বিডি প্রতিদিন/ ৫ জুলাই ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর