৬ জুলাই, ২০১৮ ০০:১০

রাশিয়া বিশ্বকাপে কতক্ষণ মাঠে শুয়ে ছিলেন নেইমার?‌

অনলাইন ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে কতক্ষণ মাঠে শুয়ে ছিলেন নেইমার?‌

ফাইল ছবি

তার ঘনঘন মাটিতে লুটিয়ে পড়া নিয়ে সমালোচনায় মুখর ফুটবল বিশ্ব। ভক্তরা বলেন নেইমার জুনিয়রকে এত চোটআঘাত সামনে খেলতে হয় যে খুব কড়া ট্যাকল সহ্য করার ধকল তিনি নিতে পারেন না। 

নেইমার মূলত ‘‌বলপ্লেয়ার’‌। বল পায়ে রেখে খেলতেই তিনি পছন্দ করেন। তাই বারবার বিপক্ষের ট্যাকলের নিশানা হন তিনি। আর সমালোচকরা বলেন, সবটাই নাকি নাটক। রেফারির সহানুভূতি আদায়ের চেষ্টা করেন। 

তবে যে কারণেই হোক না কেন, প্রায় প্রত্যেক ম্যাচেই বেশ কিছুক্ষণ মাঠে ভুলুণ্ঠিত অবস্থায় কাটিয়েছেন তিনি। যে কারণে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে বিদ্রুপ শুনতে হয়েছে তাকে। চলতি বিশ্বকাপে কতক্ষণ মাঠে শুয়ে কাটিয়েছেন নেইমার?‌ এবার সামনে উঠে এসেছে সেই তথ্যও। 

পরিসংখ্যান বলছে, রাশিয়া বিশ্বকাপে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন নেইমার। চারটি ম্যাচের কোনওটিই অতিরিক্ত সময় পর্যন্ত গড়ায়নি। এই চার ম্যাচে মোট ১৪ মিনিট মাঠে শুয়ে থেকেছেন নেইমার। যার অর্থ, প্রতি ম্যাচে গড়ে সাড়ে তিন মিনিট মাঠে শুয়ে ছিলেন ব্রাজিলীয় তারকা। 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর