৬ জুলাই, ২০১৮ ০৬:৪২

সেই ‘অভিশপ্ত’ মাঠ, জার্মানি-আর্জেন্টিনার পর তবে কি ব্রাজিল!

অনলাইন ডেস্ক

সেই ‘অভিশপ্ত’ মাঠ, জার্মানি-আর্জেন্টিনার পর তবে কি ব্রাজিল!

ফাইল ছবি

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ রাতে ব্রাজিলের প্রতিপক্ষ বেলজিয়াম। বেলজিয়াম-ব্রাজিলের আজকের এই ম্যাচ হবে কাজানে। আর এই মাঠ ইতোমধ্যেই ফেবারিট বধের ভেন্যু হিসেবে পরিচিতি পেয়েছে। কেননা এই মাঠ থেকেই বিদায় নিতে হয়েছে বিশ্ব ফুটবলের শক্তিশালী দুটি দল জার্মানি ও আর্জেন্টিনাকে। 

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই কাজান এরেনাতেই শেষ হয় জার্মানদের এবারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বিশ্বব্যাপী কোটি আর্জেন্টাইন সমর্থকদের কাঁদিয়ে এই কাজান এরেনাতেই ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বাড়ির পথ ধরতে হয়েছে মেসিদের।

যে মাঠে ব্যর্থ হয়েছে জার্মানি-আর্জেন্টিনা, সেই মাঠ থেকে সেমিফাইনালের টিকিট ব্রাজিল অর্জন করতে পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু ঘুরেফিরেই চলে আসছে। নাকি জার্মানি-আর্জেন্টিনার মতো আরও একটি কাজান ট্র্যাজেডির স্বীকার হতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। উত্তর পাওয়া যাবে শুক্রবার রাতেই।

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর