৬ জুলাই, ২০১৮ ১০:২৬

ব্রাজিলের জন্য দুঃসংবাদ, ছিটকে গেলেন দানিলো

অনলাইন ডেস্ক

ব্রাজিলের জন্য দুঃসংবাদ, ছিটকে গেলেন দানিলো

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণভাগের অন্যতম শক্তি ডিফেন্ডার দানিলো। কিন্তু গোড়ালির ইনজুরির কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি। ম্যানচেস্টার সিটির এই ফুল-ব্যাক রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই ইনজুরিতে পড়েন। ফলে আর কোনো ম্যাচে খেলা হয়নি তার।

দানিলোর সুস্থ হয়ে উঠার অপেক্ষায় থাকা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বৃহস্পতিবার জানিয়েছে, বাঁ পায়ের গোড়ালির চোটে আক্রান্ত ২৬ বছর বয়সী দানিলো বিশ্বকাপের আর কোনো ম্যাচে মাঠে নামতে পারছেন না।

দানিলোর ইনজুরির খবর শিরোপা প্রত্যাশী ব্রাজিল শিবিরে বিশাল এক আঘাত হিসেবেই এলো। বিশ্বকাপ শুরুর আগে রাইট-ব্যাক পজিশনে ব্রাজিল দলের প্রথম পছন্দের খেলোয়াড় দানি আলভেজ ইনজুরিতে পড়ে স্কোয়াড থেকেই ছিটকে পড়েন।

আলভেজের ইনজুরিতে ম্যানচেস্টার সিটি তারকা দানিলো হয়ে ওঠেন তিতের প্রথম পছন্দ। তাকেও হারানোয় তৃতীয় পছন্দের ফুলব্যাক ফাগনারই এখন ব্রাজিলের একমাত্র ভরসা।

বিশ্বকাপে আর কোনো ম্যাচে খেলতে না পারলেও দানিলো দলের সঙ্গেই রাশিয়ায় থাকবেন বলে জানিয়েছে সিবিএফ।

চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত ব্রাজিলের দুর্দান্ত পারফরম্যান্সের প্রধান কারণ ছিল রক্ষণভাগের নিখুঁত অবদান। কিন্তু রক্ষণভাগের একজন সেনানীর বিদায়ে নিশ্চিতভাবেই চিন্তার ভাঁজ পড়বে ব্রাজিলের কোচ তিতের কপালে। আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় রাশিয়ার কাজান অ্যারেনায় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে ব্রাজিল।  

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর