৬ জুলাই, ২০১৮ ১৫:৩৭

নেইমারের এই পারফরমেন্সেও খুশি ব্রাজিল কোচ

অনলাইন ডেস্ক

নেইমারের এই পারফরমেন্সেও খুশি ব্রাজিল কোচ

রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই আলোচনায় ছিলেন বিশ্ব ফুটবলের তিন মহাতারকা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার। তবে মেসি-রোনালদোদের দল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় বর্তমানে নেইমার একাই আলোচনায় আছেন। ফলে প্রত্যাশার চাপ সামলে এবারের আসরে এখনও নিজের সেরাটা মেলে ধরতে পারেননি নেইমার। তবে দলকে সাফল্য এনে দিতে যতটুকু পারফরমেন্স নেইমার দেখিয়েছেন তাতেই খুশি ব্রাজিলের কোচ তিতে।

যদিও নেইমারের নৈপুণ্যেই মেক্সিকোকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। ওই ম্যাচে দলকে এগিয়ে নেওয়ার পর রবের্ত ফিরমিনোর ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান রাখেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। এবারের আসরে খেলা চার ম্যাচের মধ্যে ওই ম্যাচেই সবচেয়ে ভালো খেলেন পিএসজির এই ফরোয়ার্ড। তবে রাশিয়া বিশ্বকাপ শুরুর পর থেকেই মাঠে নেইমারের বারবার আহত হওয়ার 'অভিনয়' নিয়েও চলেছে বেসি সমালোচনা। 

তবে এ ক্ষেত্রে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আগলে রেখেছেন কোচ তিতেকে। তিনি বলেছেন, 'আমি এরই মধ্যে নেইমার সম্পর্কে কথা বলেছি এবং আমি এটা নিয়ে, সে সময় কি ঘটেছিল তা নিয়ে খুবই নিশ্চিত। আপনাদের উচিত ভিডিও দেখা; আপনাদের সবাইকে কেবল ছবিগুলো দেখতে হবে।'

পিএসজি ফরোয়ার্ডের দ্রুত চোট কাটিয়ে ফেরায় মুগ্ধতার কথা জানিয়ে তিতে আরও বলেন, 'গত ফেব্রুয়ারিতে পায়ের মেটাটারসাল ভেঙেছিল নেইমারের। কিন্তু সে চোট কাটিয়ে এই বিশ্বকাপেই ফিরেছে। এই পর্যায়ে আসতে সে কতটা কষ্ট করেছে তা মেডিকেল টিম এবং ফিজিশিয়ান জানে। তারা জানে এখানে আসতে তার কি করতে হয়েছে। তাই নেইমার তার সেরা অবস্থায় না থাকলেও আমি খুশি।'

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর