৬ জুলাই, ২০১৮ ১৭:১৬

লুকাকুর প্রশংসায় পঞ্চমুখ দ্রগবা

অনলাইন ডেস্ক

লুকাকুর প্রশংসায় পঞ্চমুখ দ্রগবা

রোমেলু লুকাকুর প্রশংসায় পঞ্চমুখ দিদিয়ের দ্রগবা। ২০১১-১২ মৌসুমে চেলসিতে দ্রগবার সঙ্গে দলে ছিলেন লুকাকুও। যদিও একসঙ্গে কোনও ম্যাচেই খেলা হয়নি তাঁদের। তবে একে অপরের সঙ্গে কাটিয়েছেন অনেকটা সময়। 

দ্রগবা বলেছেন, "‌লুকাকু চলতি বিশ্বকাপে যেভাবে খেলছে, সেটা আমাকে গর্বিত করেছে। ‌লুকাকু এমন একজন মানুষ, যে আমার জীবনের অনেকটা জায়গা জুড়ে আছে। ওকে আমি সাত বছর ধরে চিনি। ১৮ বছ‌র বয়সে যখন ও চেলসিতে আসে, আমি বুঝে গিয়েছিলাম ওর মধ্যে সাফল্যের বারুদ ঠাসা আছে।" 

তিনি আরও বলেন, "আমরা ধীরে ধীরে খুব ভাল বন্ধু হয়ে উঠেছিলাম। ও আমাকে বড় ভাইয়ের মতো ভালবাসত। আমার কাছ থেকে টিপ্‌স চাইতো। আমিও ওকে যথাসাধ্য সাহায্য করতাম।"‌

দ্রগবা মনে করেন, বেলজিয়ামকে যে এবার অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যেতে দেখা যাচ্ছে, তার মূল কারিগর লুকাকুই। আরও অনেকেরই মতোই দ্রোগবারও মনে হচ্ছে বেলজিয়ামই এবার জিতবে।


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর