৬ জুলাই, ২০১৮ ১৯:০৮

পরিসংখ্যানে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ানের লড়াই

অনলাইন ডেস্ক

পরিসংখ্যানে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ানের লড়াই

রাশিয়া বিশ্বকাপ থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে স্পেন, আর্জেন্টিনা, জার্মানির মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এখনো টিকে আছে ইংল্যান্ড, ব্রাজিল, ফ্রান্স ও উরুগুয়ের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ৪টি দল। 

ফ্রান্স ও উরুগুয়ের ম্যাচটি হচ্ছে রাশিয়া বিশ্বকাপের একমাত্র কোয়ার্টার-ফাইনাল যেখানে মুখোমুখি হচ্ছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। 

নিজনি নভগোরোদ স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি। চলুন দেখা নেওয়া যাক দুই দলের পরিসংখ্যান।

১. বিশ্বকাপে পেনাল্টি শুট আউটে ফ্রান্সের জয়-পরাজয় সমান দুটি করে। শেষ ২০০৬ সালে ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হারে ফরাসিরা। 

২. বিশ্বকাপে একবারই পেনাল্টি শুটআউটের অভিজ্ঞতা আছে উরুগুয়ের। ২০১০ সালে জোহানেসবার্গে কোয়ার্টার-ফাইনালে ঘানাকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে পৌঁছায় অস্কার তাবারেসের দল।

৩. সপ্তমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলবে ফ্রান্স। শেষ আটের আগের ছয় ম্যাচে চার জয়ের সঙ্গে আছে দুই হার। বিপরীতে এর আগে উরুগুয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলেছে চারবার। ইংল্যান্ডকে ১৯৫৪ সালে, সোভিয়েত ইউনিয়নকে ১৯৭০ সালে ও ঘানাকে ২০১০ সালে শেষ আটে হারিয়ে করে সেমি-ফাইনালে পৌঁছে তারা। অন্য ম্যাচটিতে ১৯৬৬ সালে পশ্চিম জার্মানির কাছে পরাজিত হয় দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

৪. দুই দলই চলতি আসরের গ্রুপ পর্ব শেষ করেছে গ্রুপ সেরা হয়ে। তিন ম্যাচেই জয় নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। আর দুই জয় ও এক ড্রয়ে ‘সি’ গ্রুপের সেরা ফ্রান্স। শেষ ষোলোতে ৪-৩ গোলে আর্জেন্টিনাকে হারায় দিদিয়ে দেশমের দল। আর ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে ২-১ গোলের জয় পায় উরুগুয়ে।

৫. ১৯৩০ ও ১৯৫০ সালে দুইবার বিশ্বকাপ জিতেছে উরুগুয়ে। অন্যদিকে ১৯৯৮ সালে নিজেদের একমাত্র বিশ্বকাপ ঘরে তোলে ফ্রান্স। 

৬. টানা সাত জয়ের আত্মবিশ্বাস নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে উরুগুয়ে। শেষ সাত ম্যাচে নিজেরা ১৩টি গোল করার বিপরীতে হজম করেছে মোটে একটি। চলতি আসরে গ্রুপ পর্বে একমাত্র দল হিসেবে কোনো গোল হজম করেনি তারা। গত বছরের নভেম্বরে অস্ট্রিয়ার বিপক্ষে শেষ হেরেছিল উরুগুয়ে।

৭. এর আগে বিশ্বকাপে উরুগুয়ে ও ফ্রান্সের দেখা হয়েছে তিনবার। ১৯৬৬ সালে গ্রুপ পর্বের এক ম্যাচে প্রথম দেখায় ২-১ গোলের জয় লাতিন পরাশক্তিদের। পরের দুই ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। পাঁচ বছর আগে মন্তেভিদেওতে দুই দলের শেষ দেখা হয়েছিল এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। ওই ম্যাচে ১-০ গোলে জিতে স্বাগতিক উরুগুয়ে।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

সর্বশেষ খবর