৮ জুলাই, ২০১৮ ০০:০৩

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রাশিয়া-ক্রোয়েশিয়া

অনলাইন ডেস্ক

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রাশিয়া-ক্রোয়েশিয়া

সংগৃহীত ছবি

২১তম বিশ্বকাপে রাশিয়া বনাম ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালের শেষ লড়াইয়ে সোচিতে বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে নেমেছে। এ ম্যাচে যারাই জিতবে তারাই সেমিফাইনালে ইংল্যান্ডের মোকাবেলা করবে। এদিকে, ইংল্যান্ড ২-০ গোলে সুইডেনকে হারিয়ে সেমিফাইনালে চলে যায়।

রাশিয়া সর্বশেষ ১৯৬৬ বিশ্বকাপে শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছিল। অবশ্য তখন তারা সোভিয়েত ইউনিয়ন ছিল। আর ১৯৯৮ সালে শেষবারের মতো সেমিফাইনাল খেলেছিল ক্রোয়েশিয়া।

দু’দলের শুরুর একাদশ দেয়া হল-
রাশিয়া: 
ইগর আকিনফিভ, মারিও ফারনান্দেস, ইলিয়া কুতেপভ, সের্গেই ইগনাশেভিচ, দেনিস চেরিশেভ, দালের কুজিয়ায়েভ, রোমান জোবনিন, ফেদর কুদ্রিয়াশভ, আলেক্সান্দর গোলোভিন, আলেক্সান্দর সামেদভ, আর্তেম জিউবা।

ক্রোয়েশিয়া: 
দানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালিকো, ইভান স্ত্রিনিচ, ইভান পেরিসিচ, দেজান লোভরেন, ইভান রাকিটিচ, আন্দ্রেস ক্রামারিচ, লুকা মদ্রিচ, মারিও মান্দজুকিচ, আন্তে রেবিচ, দোমাগোজ ভিদা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর