৮ জুলাই, ২০১৮ ০৮:৫৯

যে কারণে ‘ইট'স কামিং হোম’ গানে মাতোয়ারা ব্রিটিশরা

অনলাইন ডেস্ক

যে কারণে ‘ইট'স কামিং হোম’ গানে মাতোয়ারা ব্রিটিশরা

সংগৃহীত ছবি

১৯৬৬ সালের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড৷ সেই বিশ্বকাপ টুর্নামেন্টে মোট ১১টি গোল করেছিল দলটি৷ শনিবার সামারা এরিনাতে সুইডেনকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে হ্যারিকেনের নেতৃত্বাধীন বর্তমানের এই ব্রিটিশ বাহিনী৷ এবার সেমিফাইনালে ওঠার মধ্যেই ১১ গোল করেছে তারা৷

বিশ্বকাপে এবার নিয়ে দ্বিতীয়বার এক টুর্নামেন্টে ১০টির বেশি গোল করল ব্রিটিশরা৷ ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিল তারা৷ ১১টি গোল করে হ্যারি কেনরা সেই ১৯৬৬ সালের স্মৃতিই ফেরাতে পারবেন বলে মনে করছেন ব্রিটিশ ফুটবল ফ্যানরা। তাই তারা ইতিমধ্যেই ‘ইট’স কামিং হোম’ গানের সঙ্গে কোমর দোলাতে শুরু করেছেন৷

পুতিনের দেশ থেকে বিশ্বকাপ নিয়ে কারা ফেরেন তার ফলাফলের জন্য অবশ্য অপেক্ষা করতে রাজী নন ব্রিটিশ ফুটবল ভক্তরা৷  তবে ব্রিটিশদের দোষ দিয়ে লাভ নেই, কেনব্রিগেডের এই ইয়ং ব্রিটিশ ফুটবল যোদ্ধাদের ফেভারিট ধরছেন অনেক সাবেক ফুটবলারই৷

রাশিয়া বিশ্বকাপের শুরুর ম্যাচ থেকে হ্যারিকেনদের পারফরম্যান্স দেখলে কিন্তু বলা যায় অনেক বছর এরকম ছন্দের ফুটবল খেলেননি ব্রিটিশরা৷ হ্যারিকেন ঝড়ে বিশ্বকাপ উড়ে গিয়ে ইংল্যান্ডে পড়ুক এটাই চাইছেন টেমস পাড়ের বাসিন্দারা৷

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর