৮ জুলাই, ২০১৮ ১০:৪০

কাকে নিয়ে উৎকণ্ঠার প্রহর গুনছিলেন ফরাসি কোচ?

অনলাইন ডেস্ক

 কাকে নিয়ে উৎকণ্ঠার প্রহর গুনছিলেন ফরাসি কোচ?

ফাইল ছবি

ম্যাচের বয়স তখন ৬৭ মিনিট। উরুগুয়ের বিরুদ্ধে ফ্রান্স ২-০ গোলে এগিয়ে। এমন সময় মাঠে তর্কে জড়িয়ে পড়েছেন দুই দলের ফুটবলাররা। সেই সময় ফরাসি সাইডলাইনে উৎকণ্ঠার প্রহর গুনছিলেন কোচ দিদিয়ের দেশঁম। সেটা অবশ্য একজনকে নিয়েই। 

তখন ফরাসি কোচের চিন্তা ছিল পল পোগবা যেন কার্ড না দেখে বসে। সুযোগ পেলেই বিষয়টা নিয়ে বারবার তাকে সতর্কও করে দিচ্ছিলেন তিনি। ম্যাচ শেষে সেকথা স্বীকার করে নিয়ে দেশঁম বলেছেন, ‘‌পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল। আর আমার চিন্তা হচ্ছিল মাথা গরম করে পোগবা হলুদ কার্ড দেখে না বসে। কারণ আগেই তার একটা হলুদ কার্ড রয়েছে।’‌ 

সেমিফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দল যে তাকে কোনওভাবেই হাতছাড়া করতে চায় না, পোগবাকে বারবার মনে করিয়ে দিচ্ছিলেন দেশঁম। তিনি বলেন, ‘‌অবশ্য শুধু পোগবা নয়, দলের প্রত্যেককেই আমি ম্যাচের শুরুতে বিষয়টা নিয়ে সতর্ক করে দিয়েছিলাম। কারণ এই কার্ড সমস্যার জন্যই মাতুইদিকে পাইনি। সে যেভাবে কার্ড দেখেছিল, সেটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল। অহেতুক আগ্রাসন দেখিয়ে ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করে দিয়েছিলাম।’‌

চার বছর আগে ব্রাজিলে এই কোয়ার্টার ফাইনালেই জার্মানির কাছে হেরে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিতে হয়েছিল ফ্রান্সকে। সেই দলে ছিলেন ভারানে। যাঁর গোলে শুক্রবার এগিয়ে যাওয়ার শুরু। সেজন্য কোচের প্রশংসাও পেয়েছেন ভারানে। ‌তবে ভারানে প্রশংসা কুড়িয়ে নিলেও কোচের ধমক জুটেছে এমবাপ্পের কপালে। 

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর