৮ জুলাই, ২০১৮ ১১:০৬

সুইডেনের বিদায়ে যা বললেন ইব্রাহিমোভিচ

অনলাইন ডেস্ক

সুইডেনের বিদায়ে যা বললেন ইব্রাহিমোভিচ

ফাইল ছবি

রাশিয়া বিশ্বকাপের সফরটা দারুণ ছিল সুইডেনের। তবে গতকাল রাতে ইংলিশদের কাছে ২-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছে সুইডিসরা। এদিকে দলটির স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ মনে করছেন, বিশ্বকাপ আসরে থেকে এমন বিদায়ে হতাশ না হয়ে বরং সুইডেনের প্রত্যেকটি খেলোয়াড়কে বিশ্বকাপের গোল্ডেন বল পাওয়া উচিত।

ইব্রাহিমোভিচ টুইট বার্তায় লিখেছেন, সুইডেনের প্রত্যেকটি খেলোয়াড়কে গোল্ডেন বল দেওয়া উচিত। তাতে সুইডিসরা বিষয়টি চিরকাল স্মরণ রাখবে। আর এমন একটি ম্যাচের জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে সুইডেন এতো ভালো করতে পারবে এটা কারও ধারণা ছিল না। কেননা এ দলটি ইতালিকে টপকিয়ে নামে মাত্র কোয়ালিফাই নিশ্চিত করে বিশ্বকাপে সুযোগ পেয়েছিল। বিশ্বকাপ আসরে এসে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে তারা হেরে যায়। তারপরও তারা হাল ছাড়েনি। পরে দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডকে টপকিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল তারা।

বিডি প্রতিদিন/ ৮ জুলাই ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর