৮ জুলাই, ২০১৮ ১৩:৪৪

‘অলরাউন্ডার’ হতে চান লুকাকু

অনলাইন ডেস্ক

‘অলরাউন্ডার’ হতে চান লুকাকু

ফাইল ছবি

ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে অসাধারণ ফুটবল খেলে বেলজিয়ামের মহাতারকা ফুটবলার রোমেলু লুকাকু মনে করেন, ফুটবল মানে শুধুই গোল করা নয়। তাই তিনি জানালেন, ‘‘আমি চাই লোকে আমাকে অলরাউন্ডার হিসেবেই দেখুক।’’

কাজ়ানে শুক্রবার রাতে লুকাকুর অবিশ্বাস্য একক প্রচেষ্টায় গোল করার জন্য বল সাজানো অবস্থায় পেয়ে যান কেভিন দেব্রুইন। তার সেই গোলে বেলজিয়ামও এগিয়ে যায় ২-০ গোলে। যা নিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকার মন্তব্য, ‘‘সবাই মনে করেন রোমেলু লুকাকু মানেই শুধু গোল, গোল আর গোল। সতীর্থদের দিয়ে গোল করানোও একই রকম গুরুত্বপূর্ণ। তাই কেভিন আমার পাস থেকে গোল করায় ঠিক ততটাই আনন্দ পেয়েছি, যতটা নিজে গোল করলে পাই।’’

এখানেই থামেননি লুকাকু। নিজের খেলা নিয়ে তার মন্তব্য, ‘‘দলের জন্য যতটা পরিশ্রম করা সম্ভব ঠিক ততটাই আমি করি। তাছাড়া আমার যে গোল করার ক্ষমতা আছে তা নতুন করে প্রমাণ করার আর কিছু নেই। পেনাল্টি বক্সে আমাকে যে সুযোগ করে দেওয়া হয় তা কাজে লাগানোই আমার লক্ষ্য থাকে। কিন্তু ফুটবলে সব সময় ব্যক্তিই শেষ কথা নয়। আসল হচ্ছে দল আর দলের জন্য খেলা।’’

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর